রিঙ্কু সিংয়ের পারফরম্যান্স দেখার পর তাঁকে প্রশংসায় ভরিয়ে দিলেন রুতুরাজ গায়কোয়াড়

Rinku Singh
Rinku Singh. (Photo Source: Twitter)

ভারতীয় দলের হয়ে অভিষেক হওয়ার পর রবিবারই প্রথমবার ব্যাট হাতে নামার সুযোগ পেয়েছিলেন তিনি। প্রথম সুযোগেই সকলের নজর কেড়েছেন রিঙ্কু সিং। সেই পারফরম্যান্স দেখেই আপ্লুত তাঁরই সতীর্থ রুতুরাজ গায়কোয়াড়। প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরার পুরষ্কারও জিতে নিয়েছেন এই তরুণ ক্রিকেটার। সেই পারফরম্যান্স দেখার পরই তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন রুতুরাজ গায়কোয়াড়। তাঁর মতে ম্যাচের কোন সময় থেকে ঝোরো ইনিংস খেলার প্রয়োজন রয়েছে তা রিঙ্কু সিং খুব ভালভাবেই জানেন।

এদিন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিং। অর্ধশতরান করতে পারেননি ঠিকই। কিন্তু তাঁর এই শেষ মুহূর্তের ঝোরো ইনিংসের সৌজন্যেই বড় রানের লক্ষ্যে পৌঁছতে পেরেছে টিম ইন্ডিয়া। যে ম্যাকার্থীর বিরুদ্ধে শেষের দিকে ভারতীয় ব্যাটারা সেভাবে নিজেদের পারফম্যান্স দেখাতে পারছিলেন না, তাঁরই শেষ ওভারে জোড়া ছয় ও একটি বাউন্ডারি হাঁকিয়ে ভারতীয় দলের বড় রানের রাস্তাটা পাকা করে দিয়েছিলেন রিঙ্কু সিং। এই তরুণ ক্রিকেটারের এমন পারফরম্যান্স দেখেই সোশ্যাল মিডিয়া জুড়ে কার্যত হৈচৈ পড়ে গিয়েছে।

৩৮ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা হয়েছেন রিঙ্কু সিং

সঞ্জু স্যামসন ৪০ রাানে যখন সাজঘরে ফিরে যান সেই সময় ভারতীয় দলের রান ৩ উইকেটে ১০৫। ক্রিজে আসেন রিুঙ্কু সিং। শুরুর দিকে খানিকটা সাবধানী ছিলেন তিনি। শেষ পাঁচ ওভারে যখন আয়ারল্যান্ড ভারতীয় দকে আরও চেপে ধরার কৌশল ছকেছে, সেই সময় ধীরে ধীরে ভয়ঙ্কর মেজাজ নেওয়া শুরু রিঙ্কু সিংয়ের। সেই সময়ই ব্যারি ম্যাকার্থী ভারতীয় ব্যাটারদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন। প্রথম ইনিংসের ১৮ তম ওভারে বোলিং করতে এসেছিলেন তিনি। সেখানেই যেন তাঁর অপেক্ষা করছিলেন রিঙ্কু সিং।

তাঁর প্রসঙ্গে রুতুরাজ গায়কোয়াড় জানিয়েছেন, “এই বছরের আইপিএলের পর রিঙ্কু সিং সকলের প্রিয় খেলোয়াড় হয়ে উঠেছেন। এবারের আইপিএলে তিনি যখন ব্যাটিং করছিলেন সেই সময়ই নি্জের পরিণত ব্যাটিংয়ের আভাস পাওয়া গিয়েছিল। রিঙ্কু সিংয়ের যেটা সবচেয়ে ভাল জিনিস তা হল প্রথম বল থেকেই আক্রমণাত্মক ইনিংস খেলার দিকে  যাননা তিনি। যে পরিস্থিতিই থাকুক না কেন, তিনি তিনি সবসময় নিজেকে সময় দেন। পরিস্থিতি বিচার করার পরই ধীরে ধীরে আক্রমণের দিকে এগিয়ে য়ান রিঙ্কু সিং”।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২১ বলে ৩৮ রানের ইনিংস কেলেছিলেন রিঙ্কু সিং। শেষ পাঁচ ওভারেই তাঁর ব্যাট থেকে এসেছিল বিধ্বংসী ইনি্ংস। আর তাতেই কার্যত ভারতের বড় রানের সঙ্গে জয়ের রাস্তাটাও পাকা হয়ে গিয়েছি্ল। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৩টি ওভার বাউন্ডারি ও দুটো বাউন্ডারি দিয়ে।