সিরিজের শেষ ম্যাচে ভারতের প্রথম একাদশে একাধিক পরিবর্তনের ইঙ্গিত
আপডেট করা - Jan 22, 2022 8:07 pm

পার্লে দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে হার ভারতের। আর সেইসঙ্গেই সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে । বছরের শুরুতেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জোড়া সিরিজ হেরেছে টিম ইন্ডিয়া। এখন শুধুই একটাই লক্ষ্য। একদিনের সিরিজে যাতে হোয়াইট ওয়াশ এড়াতে পারে টিম ইন্ডিয়া। রবিবার সেই লক্ষ্যেই প্রোটিয়াদের বিরুদ্ধে নামছে নামছে ভারত। একদিকে হোয়াইট ওয়াশ এড়ানোর লড়াই, সেইসঙ্গে দলের রিজার্ভ বেঞ্চের শক্তিও দেখে নিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দলে আসতে পারে বেশকিছু পরিবর্তন।
প্রোটিয়াদের বিরুদ্ধে এবারে একেবারেই সেই পারফরম্যান্স দেখাতে পারেনি ভারতীয় দল। টানা ব্যর্থতায় জেরবার। টেস্ট সিরিজ হারের পর একদিনের সিরিজও হাতছাড়া হয়েছে। এখনও পর্যন্ত একটিও ম্যাচেেও জিততে পারেনি ভারত। রবিবার সেই খরা কাটাতে চায়। সেইসঙ্গে দলের অন্যান্য তারকাদেরও দেখে নিতে চাইছে ভারতীয় ব্রিগেড।
পরপর দু ম্যাচেই একই ভুল দেখা গিয়েছে ভারতীয় শিবিরে। প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ ছিল মিডল অর্ডার। সেইসঙ্গে বোলাররাও মিডল ওভারে প্রতিপক্ষ ব্যাটারদের ওপর চাপ তৈরি করতে পারেননি। একই চিত্র দেখা গিয়েছিল সেই দ্বিতীয় ম্যাচেও। যদিও সেখানে মিডল অর্ডারে ঋষভ পন্থ ভাল পারফরম্যান্স দেখিয়েছিলেন। কিন্তু মিডল অর্ডারে বাকি দুই ব্যাটসম্যান তেমন খেলতে পারেননি। সেই জায়গাতেই পরিবর্তনের একটা ইঙ্গিত রয়েছে।
এই ম্যাচে ভারতীয় দলের মিডল অর্ডারে দেখা যেতে পারে সূর্যকুমার যাদবকে। একইসঙ্গে আবার রুতুরাজ গায়কোয়াড়কেও খেলানোর সম্ভাবনা রয়েছে। গতকালই ম্যাচ হারের পর দলে পরিবর্তনের দাবী করেছিলেন গৌতম গম্ভীর। তিনি জানিয়েছিলেন, “দলের বেশ কিছু তারকাকে বিস্রাম দেওয়া উচিত। তবে ব্যাটিংয়ের ক্ষেত্রে নয়। বোলিংয়ের দিকেই নজর দেওয়া উচিত। বুমরা, অশ্বিন এবং ভুবনেশ্বরদের বিশ্রাম দেওয়া উচিত্। মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণাকে এই ম্যাচে খেলানো উচিত্। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪০ এর গতিতে বল করতে পারেন, এমন বোলারদেরই এই ম্যাচে সুযোগ দেওয়া উচিত্”।
টেস্টে যে মাঠে সিরিজ হেরেছিল ভার, সেই কেপটাউনেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে নামতে চলেছে টিম ইন্ডিয়া। এই মাঠে ভারতের পরিসংখ্যানও খুব একটা ভাল নয়। তবে এখান থেকেই এখন ভারত ঘুরে দাঁড়াতে চায়। প্রথম একাদশ বাছা নিয়ে চলছে নানান ছক কষাকষি।
শনিবারই কেপটাউনে পৌঁছেছে ভারতীয় দল। ম্যাচের আগের দিন ট্রাভেলিং ডে। তাই এদিন বিরাট, লোকেশ রাহুলদের প্রস্তুতি নেই, ছুটিতেই ছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। খোশ মেজাজেই এদিন সময় কাটান রাহুল, শ্রেয়স আইয়াররা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত মানরক্ষা করতে পারে কিনা সেটাই দেখার।