টি-২০ বিশ্বকাপ ২০২২: শ্রীলঙ্কা বনাম নামিবিয়া, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

নজরে থাকবেন দুই দলের অলরাউন্ডাররা

SRILANKA WIN
SRILANKA WIN. ( Image Source: Twitter)

প্রিভিউ

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২ শুরু হতে চলেছে যোগ্যতা-অর্জনকারী পর্বের ম্যাচ দিয়ে যেখানে প্রথম রাউন্ডে নামিবিয়ার মুখোমুখি হবে শ্রীলঙ্কা। সদ্য এশিয়া কাপ জেতা শ্রীলঙ্কা খেলার সংক্ষিপ্ততম ফর্ম্যাটে ভালো ছন্দে আছে। মহাদেশীয় টুর্নামেন্টে দুই ওপেনার কুসাল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা অননদ্য ফর্মে ছিলেন। তবে প্রধান আকর্ষণ হবেন ওয়ানিন্দু হাসারাঙ্গা, যিনি এশিয়া কাপের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছিলেন।

নামিবিয়াও হেলাফেলা করার দল নয়। প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ডকে হারিয়েছে তারা এবং সাম্প্রতিক কালে খুব বেশী টি-২০ না খেললেও ওডিআইগুলিতে ধারাবাহিকভাবে জিতছিল। দলে প্রচুর অলরাউন্ডার রয়েছে এবং অধিনায়ক গেরহার্ড ইরাসমাসের ফর্মও ভালো। গত বিশ্বকাপে বাঁহাতি পেসার রুবেন ট্রাম্পেলম্যান চমকে দিয়েছিলেন। সারা বিশ্বের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে বেড়ানো ডেভিড ভিসা গতবারের মতো এবারও দলের প্রধান তারকা খেলোয়াড়।

পিচ রিপোর্ট

অস্ট্রেলিয়ার জিলংয়ের কার্ডিনিয়া পার্কে শ্রীলঙ্কা ও নামিবিয়া মুখোমুখি হবে। পিচে ভালো বাউন্স থাকবে বলে আশা করা হচ্ছে এবং শুরুর দিকে সুইং বোলাররা সুবিধা পাবেন। প্রথমে ব্যাটিং করা দল ১৬০ রানের বেশী করতে পারলে বিপক্ষকে কড়া চ্যালেঞ্জ জানাতে পারবে।

সম্ভাব্য একাদশ

শ্রীলঙ্কা

কুসাল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিসাঙ্কা, ভানুকা রাজাপাকসা, ধনঞ্জয় ডি সিলভা, চারিথ আসালঙ্কা, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা কারুণারাত্নে, মাহীষ থিকশানা, দুষ্মান্থা চামিরা, দিলশান মাদুশাঙ্কা।

নামিবিয়া

স্টেফান বার্ড, লো-হান্দ্রে লোউরেন্স (উইকেটকিপার), য়্যান নিকোল লফটি-ইটন, জেন গ্রিন, গেরহার্ড ইরাসমাস (অধিনায়ক), য়োহানেস য়োনাথান স্মিট, ডেভিড ভিসা, য়্যান ফ্রাইলিঙ্ক, রুবেন ট্রাম্পেলম্যান, বার্নার্ড শোল্টজ, বেন শিকঙ্গো।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

ভানুকা রাজাপাকসা – এশিয়া কাপ ফাইনালে চাপের পরিস্থিতি দলকে উদ্ধার করার ক্ষেত্রে তাঁর ৪৫ বলে অপরাজিত ৭১ রানের ইনিংসটি খুবই কার্যকর ছিল এবং তিনি সেই অবদানের জন্য ম্যাচের সেরাও হয়েছিলেন। ১৩৯.৪৩ স্ট্রাইক রেটে এখনও অবধি ৫৪১ রান করেছেন রাজাপাকসা।

য়োহানেস য়োনাথান স্মিট – সাম্প্রতিক আইসিসি টি-টোয়েন্টি খেলোয়াড় র‍্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের তালিকায় ষষ্ঠ স্থানে থাকা স্মিট ১৪৬.২৩ স্ট্রাইক রেট ও ৩২.৮১ গড়ে ৫২৫ রান করেছেন। এর পাশাপাশি তাঁর দখলে ৩১ উইকেট রয়েছে।

অলরাউন্ডার 

ওয়ানিন্দু হাসারাঙ্গা – মহাদেশীয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড় লেগ স্পিনার হিসাবে যে কোন সময় ম্যাচের রঙ বদলে দিতে পারেন। মাত্র ৪২ ইনিংসে ৭২ উইকেট নেওয়া হাসারাঙ্গা ব্যাট হাতে ১২৪ স্ট্রাইক রেটে রান করেন। বোলার ও অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের তালিকায় তাঁর র‍্যাঙ্ক যথাক্রমে তিন ও চার।

ডেভিড ভিসা – সদ্য ক্যারিবিয়ান লিগে অনবদ্য পারফর্ম করে আসা ভিসা আন্তর্জাতিক টি-২০তে সাড়ে সাতের ইকোনমি রেটে ৩৮ উইকেট নিয়েছেন। সামগ্রিক টি-টোয়েন্টি কেরিয়ারে তাঁর মোট উইকেট ২৪৪ এবং ব্যাট হাতে ১৪৪ স্ট্রাইক রেটে ৩৬০০ রাম করেছেন।

বোলার

মাহীষ থিকশানা – পাওয়ারপ্লে, ইনিংসের মাঝের ওভার বা ডেথ ওভার, যে কোন সময় বোলিং করতে স্বচ্ছন্দ থিকশানা ৬.৫২ ইকোনমি রেটে ২২ উইকেট নিয়েছেন। সাম্প্রতিক বোলিং র‍্যাঙ্কিংয়ে তাঁর স্থান পঞ্চম।

রুবেন ট্রাম্পেলম্যান – বাঁ-হাতি পেসার ট্রাম্পেলম্যানের সুইং করার সহজাত দক্ষতা আছে এবং আন্তর্জাতিক টি-২০তে গর্ব করার মতো ৬.৭১ ইকোনমি রেট। ব্যাট হাতেও অবদান রাখতে পারেন তিনি, যার প্রমাণ তাঁর ১৩৬.৯৫ স্ট্রাইক রেট।

উইকেটকিপার 

কুসাল মেন্ডিসএশিয়া কাপের ছয় ম্যাচে ২৫.৮৩ গড়ে এবং ১৫৬.৫৬ স্ট্রাইক রেটে ১৫৫ রান করেছিলেন। জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথম প্রস্তুতি ম্যাচে তিনি ২৯ বলে ৫৪ রান করেন। কিপার হিসাবেও ভরসাযোগ্য তিনি।

শ্রীলঙ্কা বনাম নামিবিয়া ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

কুসাল মেন্ডিস, গেরহার্ড ইরাসমাস, ভানুকা রাজাপাকসা, ধনঞ্জয় ডি সিলভা, য়োহানেস য়োনাথান স্মিট (সহ-অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা (অধিনায়ক), ডেভিড ভিসা, য়্যান ফ্রাইলিঙ্ক, মাহীষ থিকশানা, রুবেন ট্রাম্পেলম্যান, দিলশান মাদুশাঙ্কা।