আইপিএল ২০২৩, ম্যাচ ৬৯: মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
সূর্যকুমার যাদবকে ফ্যান্টাসি একাদশে রাখতেই হবে
আপডেট করা - May 21, 2023 11:21 am

প্রিভিউ
রবিবার (২১শে মে) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩-এর ৬৯তম ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ) মুখোমুখি হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এই মরসুমে এমআই ১৩ ম্যাচের মধ্যে সাতটি জিতেছে এবং ষষ্ঠ স্থানে রয়েছে। হায়দ্রাবাদকে হারাতে পারলে প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে এসআরএইচ মাত্র চারটি ম্যাচ জিতে শেষতম স্থানে রয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে দুই দল ২০ বার মুখোমুখি হয়েছে। ১১টি ম্যাচে মুম্বাইয়ের জয় এসেছে এবং এসআরএইচের দখলে আছে ৯টি ম্যাচ। দুই দল এই মরসুমে যখন শেষবার মুখোমুখি হয়েছিল, তখন এমআই জিতেছিল।
মুম্বাই তাদের আগের ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের বিপক্ষে মাত্র পাঁচ রানের ব্যবধানে হেরেছে। মার্কাস স্টইনিসের ৪৭ বলে ৮৯* রানের সৌজন্যে লখনউ ২০ ওভারে তিন উইকেট হারিয়ে ১৭৭ রান করেছিল। জবাবে এমআই পাঁচ উইকেট হারিয়ে ১৭২ রান করতে পেরেছিল। এসআরএইচ তাদের আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৬ রান করেছিল হাইনরিখ ক্লাসেনের ৫১ বলে ১০৪ রানের সাহায্যে। কিন্তু তার ইনিংসকে ছাপিয়ে বিরাট কোহলি তাঁর ষষ্ঠ আইপিএল সেঞ্চুরি করেন এবং ১৯.২ ওভারে আট উইকেট হাতে রেখে লক্ষ্য তাড়া করেছিল ব্যাঙ্গালোর।
সম্ভাব্য একাদশ
মুম্বাই ইন্ডিয়ান্স
সানরাইজার্স হায়দ্রাবাদ
সামার্থ ভ্যাস, আনমোলপ্রীত সিং, বিভ্রান্ত শর্মা, হাইনরিখ ক্লাসেন (উইকেটকিপার), গ্লেন ফিলিপ্স, আব্দুল সামাদ, সানভীর সিং, আকিল হোসেইন, ভুবনেশ্বর কুমার (অধিনায়ক), উমরান মালিক, ফজলহক ফারুকী।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
সূর্যকুমার যাদব – চলমান সংস্করণের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে তেরো ইনিংসে ৪৮৬ রান করেছেন ১৮৬.৯২ স্ট্রাইক রেটে।
অভিষেক শর্মা – ২২ বছর বয়সী ব্যাটার ১১ ইনিংস খেলে দুটি হাফ-সেঞ্চুরিসহ ২২৬ রান করেছেন ১৪৩.৯৫ স্ট্রাইক রেটে এবং দুই উইকেট নিয়েছে।
অলরাউন্ডার
ক্যামেরন গ্রিন – তেরো ম্যাচে ২৮১ রান করেছেন ১৪৬.৩৫ স্ট্রাইক রেটে এবং ৬ উইকেট নিয়েছেন।
বোলার
পীযূষ চাওলা – ১৩ ম্যাচে ২০ উইকেট নিয়ে চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় চতুর্থ স্থানে আছেন
ভুবনেশ্বর কুমার – ১৩ ইনিংস খেলে ১৫ উইকেট নিয়েছেন এবং একটি ম্যাচে পাঁচ উইকেটও নিয়েছেন।
উইকেটকিপার
ঈশান কিষান – ১৪৪.৫৫ স্ট্রাইক রেটে ৪২৫ রান করেছেন ১৩ ইনিংসে এবং গ্লাভস হাতে ৮টি ক্যাচ ও ২টি স্টাম্পের জন্য দায়ী তিনি।
হাইনরিখ ক্লাসেন – ১৭৯.১৬ স্ট্রাইক রেটে ৪৩০ রান করেছেন এবং আড়াইশো রানের বেশী করা ব্যাটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ স্ট্রাইক রেটের অধিকারী তিনি।
মুম্বাই ইন্ডিয়ান্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
ঈশান কিষান, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নেহাল ওয়াধেরা, হাইনরিখ ক্লাসেন (সহ-অধিনায়ক), টিম ডেভিড, ক্যামেরন গ্রিন, আকিল হোসেইন, পীযূষ চাওলা, উমরান মালিক, ভুবনেশ্বর কুমার।