মাথা হেঁট বাংলাদেশের, অস্ট্রেলিয়ার কাছে ৭৩ রানে অল আউট হয়ে পাঁচে পাঁচ হার মেহমুদল্লাদের

Aaron Finch and Mahmudullah
Aaron Finch and Mahmudullah. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)                             টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ মাথা হেঁটে বাংলাদেশের। সুপার ১২ পর্বে সব ক’টা ম্যাচে হেরে দেশে ফিরতে হবে বাংলাদেশকে। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৭৩ রানে অল আউট হওয়ার পর, ৮ উইকেটে হেরে মেহমুদুল্লাহারা খালি হাতে মাথা হেঁটে করে দেশে ফিরবেন। দক্ষিণ আফ্রিকা ম্যাচের ঢঙেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে অ্যারন ফিঞ্চের দল ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে। লিটন দাস, আতিফ হুসেন, মেহদি হাসান, শরিফুল ইসলাম শূন্য রানে আউট হন। দু’ অঙ্কের রান করেন মাত্র তিনজন। সর্বোচ্চ রান শামিম হুসেন (১৯)-এর। অজি স্পিনার অ্যাডাম জাম্পা ১৯ রানে ৫ উইকেট নেন। স্টার্ক ও হ্যাজেলউড দুটি করে উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৩৮ বল খেলেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় অস্ট্রেলিয়া। অধিনায়ক অ্যারন ফিঞ্চ ২০ বলে ৪০ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। টুর্নামেন্টের শুরুটা বাংলাদেশ করেছিল যোগ্যতাপর্বে স্কটল্যান্ডের বিরুদ্ধে হার দিয়ে, আর শেষটা হল সুপার ১২-র শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার দিয়ে।

এদিকে, বাংলাদেশকে উড়িয়ে নেট রানরেট অনেকটা উন্নত করে গ্রুপ এ-তে দ্বিতীয় স্থানে উঠে এল অস্ট্রেলিয়া (৪ ম্যাচে ৬ পয়েন্ট)। এই গ্রুপে ৪ ম্যাচে ৮ পয়েন্ট পেয়ে ইংল্যান্ড শীর্ষে, তিনে নেমে গেল দক্ষিণ আফ্রিকা (৪ ম্যাচে ৬ পয়েন্ট)। এই গ্রুপের শেষ ম্যাচে ইংল্যান্ড খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে, আর অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। তার আগে আজ ওয়েস্ট ইন্ডিজ (৩ ম্যাচে ২) খেলবে শ্রীলঙ্কার বিরুদ্ধে (৪ ম্যাচে ২)।