আফাগান ম্যাচ হারলেও কি ভারত সেমিতে উঠতে পারবে?

Team India
Team India. (Photo by Francois Nel/Getty Images)

টি ২০ বিশ্বকাপে এবারের মতো সেমিফািনালের দৌড় শেষ টিম ইন্ডিয়ার। বড় কোনও অঘটন না ঘটলে বাকি তিন ম্যাচ নিয় রক্ষার। তবে যদি অঘটন ঘটে, তাই ভারতকে তিনটে ম্যাচ জিততেই হবে। সেই সঙ্গে রান রেটও বাড়িয়ে রাখতে হবে। আর পাকিস্তান, নিউজিল্যান্ড ম্যাচের ভুল শুধরে মাঠে নামতে হবে বিরাট কোহলিদের। তিন তারিখ মানে আগামিকাল ভারতের ম্যাচ রয়েছে আফাগানিস্তানের সঙ্গে।

কোহলিদের সামনে শেষ চারে ওঠার আপাতত একটাই অঙ্ক। নিজেদের বাকি তিনটি ম্যাচই জিততে হবে। আফগানিস্তান, নামিবিয়া ও স্কটল্যান্ডের মধ্যে কোনও একটি দলকে হারাতে হবে নিউজিল্যান্ডকে। কোহলিরা বাকি তিনটি ম্যাচ জিতলে ছয় পয়েন্টে শেষ করবে। তিনটি ম্যাচ খেলে তিনটিতেই জিতে থাকা পাকিস্তানের আর ম্যাচ বাকি নামিবিয়া (২ নভেম্বর) ও স্কটল্যান্ডের (৭ নভেম্বর) সঙ্গে। পাকিস্তান সবকটি ম্যাচ জিতে ১০ পয়েন্টে শেষ করবে বলেই ধরে নেওয়া যায়।

আপাতত ‘সুপার ১২’-এর ‘গ্রুপ ২’-তে শীর্ষে আছে পাকিস্তান। চার ম্যাচে পয়েন্ট আট। ইতিমধ্যে সেমিফাইনালে উঠে গিয়েছেন বাবর আজমরা। দ্বিতীয় দল হিসেবে কারা শেষ চারে পৌঁছাবে, সেটা নিয়েই যত লড়াই। আপাতত দ্বিতীয় স্থানে আছে আফগানিস্তান। তিন ম্যাচে আফগানদের ঝুলিতে আছে চার পয়েন্ট। নেট রানরেট +৩.০৯৭।

বুধবার ভারতের বিরুদ্ধে জিতে গেলে রশিদদের সেমিফাইনালের পথ অনেকটা প্রশস্ত হয়ে যাবে। অত্যন্ত তাঁদের ভাগ্য নিজেদের উপর থাকবে। তাঁদের পয়েন্ট দাঁড়াবে ছয়। সেক্ষেত্রে বিশ্বকাপ থেকে ছিটকে যাবেন বিরাট কোহলিরা। কারণ আফগানিস্তানের পর নামিবিয়া এবং স্কটল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। দুটি ম্যাচ জিতলেও চার পয়েন্টের বেশি হবে না। আফগানিস্তানকে টপকে যাওয়ার কোনও সম্ভাবনাই নেই। তবে আজকের ম্যাচের ফলাফল কী হয় দেখার অপেক্ষায় ভারতীয় সমর্থকরা।