চার বলে চার উইকেট নিয়ে নয়া নজির আইরিশ জোরে বোলারের

Curtis Campher
Curtis Campher. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

টি ২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে যেমন অঘটন ঘটেছে, বাংলাদেশকে হারিয়ে দিয়েছে স্কটল্যান্ড। ঠিক তেমনি নতুন নজিরও তৈরি হলো এবারের বিশ্বকাপে। তার বলে চার উইকেট নিয়ে নতুন নজির গড়লেন আইরিশ জোরে বোলার। টি২০ ক্রিকেটে লাসিথ মালিঙ্গা, রশিদ খানের পর তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন আইরিশ পেসার কার্টিস ক্যাম্পার।

টি ২০ বিশ্বকাপের আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন কার্টিস। এর আগে বাংলাদেশের বিরুদ্ধে ২০০৭ সালে হ্যাটট্রিক করেছিলেন ব্রেট লি। নেদারল্যান্ডস ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে কলিন অ্যাকারম্যানকে কট বিহাইন্ড করেন কার্টিস। পরের দুই বলে রায়ান টেন ডোয়েশে ও স্কট এডওয়ার্ডসকে এলবিডব্লিউ করে হ্যাটট্রিক করেন তিনি। চতুর্থ ও ওভারের শেষ বলে ভ্যান ডার মারওয়েকে বোল্ড করে চতুর্থ উইকেট পান কার্টিস।

অন্যদিকে, বাংলাদেশের তারকা ক্রিকেটার শাকিব আল হাসান স্কটল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচে ৪ ওভারে ১৭ রান দিয়ে ২ উইকেট নেন৷ এরফলে ৮৯ টি টোয়েন্টি ম্যাচে ১০৮ উইকেট নেন৷ শ্রীলঙ্কার তারকা বোলার মালিঙ্গা এর আগে টি টোয়েন্টি আন্তর্জাতিকে ১০৭ উইকেট নিয়েছিলেন৷ শাকিব একমাত্র ক্রিকেটার যিনি এই ফর্ম্যাটে ১০০ -র বেশি উইকেট নিয়েছেন এবং ১০০০ রান করেছেন৷

টি টোয়েন্টি আন্তর্জাতিকে প্রথম স্থানে এই মুহূর্তে বাংলাদেশের শাকিব আল হাসান, দু নম্বরে শ্রীলঙ্কার লাসিত মালিঙ্গা এবং তিন নম্বরে রয়েছেন নিউজিল্যান্ডের টিম সাউদি৷ তিনি এখনও অবধি টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের নামের পাশে ৯৯ উইকেট করে নিয়েছেন৷

প্রসঙ্গত, বাংলাদেশকে ৬ রানে হারিয়ে দিল স্কটল্যান্ড। ম্যাচের আগে স্কটল্যান্ড কোচের হুঙ্কার যে শুধু মাত্র কথার কথা নয় সেটা প্রমাণ করে দিল দলের ছেলেরা মাঠে নেমেই। শুরুতে অবশ্য পরপর উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল স্কটল্যান্ড, কিন্তু ম্যাচের হাল ধরেন গ্রিফস। গ্রিভসের করা ৪৫, মুন্সের ২৯ এবং ওয়াটের ২২ রানে ভর করে বোর্ডে তারা ১৪০ রান তুলতে সমর্থ হয়। স্কটিশদের দেওয়া ১৪১ রানের টার্গেট মাথায় নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ১৩৪ রান করতে সমর্থ হয়। ফলে ৬ রানে পরাজয় স্বীকার করতে হয় টাইগারদের।