একদিনের ফর্ম্যাটেও সূর্যকুমার যাদবকে নিয়ে আশাবাদী ওয়াসিম জাফর

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Image Source: BCCI)

টি টোয়েন্টি ক্রিকেটে অসাধারণ পারফরম্যান্স দেখালেও, একদিনের ক্রিকেটে এখনও পর্।ন্ত সেভাবে নিজের পারপরম্যান্স দেখাতে পারেননি সূর্যকুমার যাদব। কিন্তু এই ফর্ম্যাটে যে  তিনি সাফল্য পাবেন তা নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম জাফর। তাঁর মতে খুব শীঘ্রই এই ফর্ম্যাটের সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে পারবেন সূর্যকুমার যাদব। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে অবশ্য প্রথম ম্যাচে বড় রান করতে ব্যর্থই হয়েছিলেন সূর্যকুমার যাদব। যদি এখনও দুটো ম্যাচ বাকি রয়েছে। সেখানে সূর্যের ব্যাট থেকে বড় রান আসে কিনা সেটাই এখন দেখার।

টি টোয়েন্টি ফর্ম্যাটে ভারতীয় দলের হয়ে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছেন েই তারকা ক্রিকেটার। গতবছপ ইংল্যান্ডের বিরুদ্ধেই টি টোয়েন্টি কেরিয়ারে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন সূর্যকুমার যাদব। সেই পারকফরম্যান্সের ধারা বজায় রেখেছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চেও। বিরাট কোহলির পর সেখানে ভারতীয় ক্রিকেটার হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক ছিলেন সূর্যকুমার যাদব। এবার ভারতীয় দলের হয়ে একদিনের ফর্ম্যাটে নেমেছেন এই তারকা ক্রিকেটার।

টি টোয়েন্টি ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার যাদব

এই ফর্ম্যাটেও যে সূর্যকুমার যাদব শীঘ্রই নিজের ফর্মে ফিরবেন সেই ব্যপারে আশাবাদী ওয়াসিম জাফর। শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ ম্যাচে সুযোগ পেয়েছিলেন সূর্যকুমার যাদব। যদিও সেখানে মাত্র ৪ রান করেই সাজঘরে ফিরতে হয়েছিল তাঁকে। শ্রে.স আইয়ার ছিটকে যাওয়ার ফলে,  নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই একদিনের দলে ডাক পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। কিন্তু সেখানেও প্রথম ম্যাচে বড় রান করতে পারেননি সূর্যকুমার যাদব। কিন্তু একদিনের ফর্ম্যাটেও সূর্যকুমারকে নিয়ে াশার সুরই শোনাযাচ্ছে ওয়াসিম জাফরের মুখে।

এই প্রসঙ্গে ওয়াসিম জাফর জানিয়েছেন, “আমার মনে হয় এই মুহূর্তে তিনি টি টোয়েন্টি ফর্ম্যাটে খেলার সঙ্গেই নিজেকে সবচেয়ে বেশী মানিয়ে নিয়েছেন। তিনি খুব ভালভাবেই জানেন যে টি টোয়েন্টি ক্রিকেটে সেভাবে রান করার জন্য বেশী সময় থাকে না। কিন্তু একদিনের ক্রিকেটে সেই সময়টা পাওয়া যায়। তাঁকে এটাই বুঝতে হবে। যদিও ৫০ ওভারের ফর্ম্যাটের ক্রিকেটে তিনি বেশী খেলেননি। কিন্তু আরও কয়েকটা ম্যাচ খেললে তিনি এই ফর্ম্যাটের সঙ্গেও নিজেকে মানিয়ে নিতে পারবে”।

প্রথম ম্যাচে নামার আগে একদিনের ক্রিকেট খেলা প্রসঙ্গে ইতিবাচক কথাই শোনা গিয়েছিল সূর্যকুমার য়াদবের মুখে। এই ফর্ম্যাট খেলার জন্য যে তিনিও যথেষ্ট আগ্রহী হয়ে রয়েছেন তা বলেতে কোনও দ্বিধা করেননি সর্যকুমার যাদব। গতবছর টি টোয়েন্টিতে দুর্ধর্ষ পারফর্ম্যান্স দেখিয়েছিলেন সূর্যকুমার যাদব।  এই মুহূর্তে টি টোয়েন্টি ফর্ম্যাটে ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন সূর্যকুমার। একদিনের ক্রিকেটেও সেই ফর্ম দেখিয়ে বিশ্বকাপের দলে নিজের জায়গা সূর্যকুমার পাকা করতে পারেন কিনা সেটাই দেখার।