ভারতের মাটিতে দ্রাবিড় যুগ শুরু হওয়ায় কোচের জন্য কাজটা তুলনামূলক সহজ হবে, মত সাবা করিমের

ভারতের ব্যাটিং অর্ডার নিয়েও পরামর্শ দিয়েছেন তিনি

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Tony Marshall/Getty Images)

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সাবা করিম বিশ্বাস করেন রাহুল দ্রাবিড়ের জাতীয় দলের প্রধান কোচ হিসাবে প্রথম অ্যাসাইনমেন্ট হোম কন্ডিশনে আসায় লাভ হয়েছে তাঁর। করিম মনে করেন এটি দ্রাবিড় যুগের আদর্শ শুরু কারণ তিনি একটি ভবিষ্যত রোডম্যাপ তৈরি করার সুযোগ পাবেন। ক্রিকেটার থেকে ধারাভাষ্যকারে পরিণত হওয়া করিম এই মন্তব্য ইউটিউব চ্যানেল খেলানীতিতে করেছেন। তিনি মনে করেন যে ভারতীয় কন্ডিশনে খেলা ক্রিকেটারদের জন্য তুলনামূলক সহজ কাজ হবে।  

ভারতীয় কন্ডিশনে পারফর্ম করা খেলোয়াড়দের জন্য তুলনামূলক সহজ – সাবা করিম 

করিম উল্লেখ করেছেন যে দলের অনেক সদস্যের আন্তর্জাতিক ক্রিকেটে তেমন অভিজ্ঞতা নাও থাকতে পারে, তবে ঘরোয়া ক্রিকেটে তাদের অভিজ্ঞতা তাদের সাহায্য করবে। তিনি পরামর্শ দিয়েছেন এই সিরিজ থেকে রাহুল দ্রাবিড় ও তাঁর সতীর্থরা এমন ব্যক্তিদের শনাক্ত করতে পারবেন যারা ভবিষ্যতের বিদেশী অভিযানে প্রধান ভূমিকা পালন করতে পারে।

করিম বলেছেন, “ভারতীয় কন্ডিশনে পারফর্ম করা খেলোয়াড়দের জন্য তুলনামূলক সহজ। স্কোয়াডের সদস্যদের এই কন্ডিশনে খেলার অনেক অভিজ্ঞতা আছে। এমনকি তাদের কারো কারো আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা না থাকলেও, তারা এখানে ঘরোয়া ক্রিকেট খেলেছে।”

করিম আরও যোগ করেছেন যে টেস্ট অভিষেক হওয়া শ্রেয়াস আইয়ারের অধিনায়ক অজিঙ্কা রাহানের আগে ব্যাট করতে আসা উচিত। তিনি মনে করেন যে রাহানে যেহেতু ৫ নম্বরে ব্যাট করার সময় অনেক সাফল্য অর্জন করেছেন, তাই কিউইদের বিরুদ্ধে সিরিজের প্রথম ম্যাচে আইয়ারকে ৪-এ ব্যাট করতে পাঠানো উচিত।

54 বছর বয়সী এও হাইলাইট করেছেন যে শ্রেয়াস আইয়ারের প্রথম-শ্রেণীর ক্রিকেটে মুম্বাই দলের হয়ে সেই অবস্থানে ব্যাটিং করার একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে।

“আমি মনে করি অজিঙ্কা রাহানের পরিবর্তে শ্রেয়াস আইয়ারের ৪ নম্বরে ব্যাট করা উচিত। রাহানে ৫ নম্বরে দুর্দান্ত পারফরম্যান্স করেছে। সহ-অধিনায়ক থাকা অবস্থায়ও তিনি সেখানে ব্যাট করেন। আইয়ার মুম্বাইয়ের জন্য ৪ নম্বরে ব্যাট করেন এবং একটি দুর্দান্ত রেকর্ড রয়েছে রঞ্জি ট্রফিতে,” সাবা উপদেশ দিয়েছেন।  

যদিও ৫২ রান করে শুবমান গিল আউট হতেই চার নম্বরে অধিনায়ক রাহানেই নামেন। তাঁকে ছন্দে দেখালেও ৩৫ রানের মাথায় কাইল জেমিসনের বলে প্লেড-অন হয়ে নিজের উইকেট খোয়ান রাহানে।

এদিকে কানপুরে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টিম ইন্ডিয়া। মজার বিষয় হল, উভয় দলই তাদের দলে তিনজন স্পিনার খেলার সিদ্ধান্ত নিয়েছে কারণ তারা আশা করে যে উইকেটটি স্পিন বোলারদের জন্য উপযোগী হবে।