অর্ধশতরানের ইনিংস দেখার পর শুভমন গিলের পাশেই দাঁড়াচ্ছেন পার্থিব পটেল

Parthiv Patel
Parthiv Patel. (Image Courtsey: Twitter)

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি শুভমন গিল। ওডিাই থেকে টি টোয়েন্টি সিরিজে সেভাবে সুভমন গিলের  ব্যাট থেকে বড় রান দেখা যায়নি।সেখানেই শেষ পর্যন্ত চতুর্থ টি টোয়েন্টিতে বড় রান রপেয়েছেন শুভমন গিল।  সেই পারফরম্যান্সের পরই শুভমন গিলের পাশে দাঁড়িয়েছেন তিনি। শুভমন গিলের এই পারফরম্যাম্সকে অসাধারণ বলেই মনে করছেন তিনি। সেইসঙ্গে েই রান যে শুভমন গিলের আত্মবিশ্বাস অনেকটা বাড়িয়েছে বলেই মনে করছেন তিনি।

চতুর্থ টি টোয়েন্টিতে  ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭৭ রানের ইনিংস কেলেছেন সুভমন গিল। মাঝে কয়েকটা দিন রা না পাওয়ার পর থেকেই তাঁকে নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। আর সেই জায়গাতেই আপত্তি ভারতীয় দলের এই প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেলের। তাঁর মতে এমনটা কখনোই হওয়া উচিত্ নয়। কোনও ক্রিকেেটার কয়েকটা ইনিংস ভাল পারফরম্যান্স দেখাতে না পারলেই  তাঁরকে নিয়েসম্প্রতি নানান সমালোচনা শুরু হয়ে যাচ্ছে। তাতে ক্রিকেটারদের ওপর চাপ বাড়তে পারে বলেও মনে করছেন তিনি।

চতুর্থ টি টোয়েন্টিতে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন শুভমন গিল

শুভমন গিল এবারের আইপিএলে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কিন্তু এরুর থেকে ভারতীয় দলের জার্সিতে সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারছিলেন না এই তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বহড় রান করতে পারেননি তিনি। একইরকমভাবে ওডিআই সিরিজে শেষ ম্যাচ বাদ দিলে শুভমন গিলের ব্যাটে বড় রান ছিল না।  তেমনই প্রথম তিনটি টি টোয়েন্টিতেও সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি শুভমন গিল। তবে চতুর্থ টেস্টেই ভারতীয় দলের হয়ে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। কার্যত তাঁর এবং যশস্বী জয়সওয়ালের হাত ধরেই জয়ের রাস্তায় যাত্রা অব্যহত রেখেছে ভারতীয় দল।

এই প্রসঙ্গে পার্থিব পটেল ক্রিকবাজে জানিয়েছেন, শুভমন গিল এদিন অসাধারণ ফর্মে ছিলেন। শুভমন গিলের দক্ষতা সম্বন্ধে আমরা সকলেই যথেষ্ট ভালভাবে অবগত রয়েছি। আমাদের একটা অভ্যাস রয়েছে যে যখনই কোনও ক্রিকেটার রান পাচ্ছেন না , সেই সময় তাঁকে ঘিরে নানান প্রস্ন তুলতে শুরু করি। কয়েকটি পারফরম্যান্স সে এখানেই হোক কী বাইরে হোক, তা দেখে আমরা কখনোই বলতে পারি না যে সেই ক্রিকেটারকে টি টোয়েন্টি খেলানো উচিত্ নয় কিংবা ওডিআই খেলানো উচিত্ নয়।