টি-২০ বিশ্বকাপ ২০২১ঃ তিনটি পরিবর্তন পাকিস্তান স্কোয়াডে, দলে এলেন সরফারাজ, ফাখার ও হায়দার

বাদ গেলেন হাসনাইন, আজম ও খুশদিল

Fakhar Zaman and Sarfraz Ahmed
Fakhar Zaman and Sarfraz Ahmed. (Photo by MARTY MELVILLE/AFP via Getty Images)

টি-২০ বিশ্বকাপের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত স্কোয়ডে তিনটি বদল আনল পাকিস্তান। প্রাক্তন অধিনায়ক ও উইকেটকিপার সরফারাজ আহমেদ ও হায়দার আলি এসেছেন পূর্বে নির্বাচিত আজম খান ও মহম্মদ হাসনাইনের জায়গায়। এছাড়া আগে রিজার্ভ হিসেবে থাকা ফাখার জামান দলে জায়গা করে নিয়েছেন। তিনি এসেছেন খুশদিল শাহের স্থানে।

পাকিস্তান ক্রিকেট বোর্ড সরকারীভাবে একটি প্রেস বিজ্ঞপ্তি জারী করে পরিবর্তনগুলির কথা ঘোষণা করেছে আজ শুক্রবার। পিসিবির বিবৃতে এও জানানো হয়েছে যে সোহেব মাকসুদকে দলের সাথে নিয়ে যাওয়া হবে কি না সেই সংক্রান্ত সিদ্ধান্ত ডাক্তারদের সাথে পরামর্শ করার পরেই নেওয়া হবে। ন্যাশনাল টি-২০ ম্যাচে সম্প্রতি পিঠের চোটের কারণে মাকসুদের এমআরআই স্ক্যান হয়।

টি-২০ বিশ্বকাপে সুপার ১২ রাউন্ডে পাকিস্তান আছে গ্রুপ ২-এ। তাদের অভিযান শুরু হচ্ছে চির-প্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে ২৪শে অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২০২১ টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের পরিবর্তিত স্কোয়াডঃ বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলি, ফাখার জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, মহম্মদ হাফিজ, মহম্মদ নাওয়াজ, মহম্মদ রিজওয়ান, মহম্মদ ওয়াসিম (জুনিয়র), সরফারাজ আহমেদ, শাহীন শাহ আফ্রিদি, সোহেব মাকসুদ।

রিজার্ভঃ খুশদিল শাহ, শাহনাওয়াজ দাহানি, উসমান কাদির।

কেন এই পরিবর্তনগুলি করা হল তার ব্যাখ্যা দিয়েছেন প্রধান নির্বাচক মুহম্মদ ওয়াসিম। ন্যাশনাল টি-২০তে ক্রিকেটারদের পারফর্ম্যান্স বিচার করে এবং টিম ম্যানেজমেন্টের সাথে আলোছনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

সরকারী বিবৃতিতে তিনি বলেন, “প্রতিদ্বন্দ্বিতামূলক ন্যাশনাল টি-২০তে ক্রিকেটারদের পারফর্ম্যান্স বিবেচনা করে এবং টিম ম্যানেজমেন্টের সাথে কথা বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি হায়দার আলি, ফাখার জামান ও সরফারাজ আহমেদকে দলে অন্তর্ভুক্ত করার। ফর্মে থাকা তিনজন প্লেয়ারদের অভিজ্ঞতা ও প্রতিভা আমাদের দলকে আরো ভারসাম্য দেবে এবং মজবুত করবে।”

যাঁরা বাদ গেলেন তাঁদের প্রসংগে ওয়াসিম বলেন, “বাদ যাওয়াটা মেনে নিতে আজম, খুশদিল ও হাসনাইনের কষ্ট হবে। কিন্তু ওদের মনে রাখা উচিত আরো সুযোগ আসবে। ২০২১ টি-২০ বিশ্বকাপের পরের বছরেই অস্ট্রেলিয়াতে ২০২২ টি-২০ বিশ্বকাপ আসতে চলেছে। ওই তিনজনকে নিয়ে আমরা ভবিষ্যতেও ভাবব।”

এখনো অবধি পাকিস্তান একবার টি-২০ বিশ্বকাপ জিতেছে। ২০০৯-এ ইংল্যান্ডে অনুষ্ঠিত হয়েছিল সেটি।