কাঁধের চোটের জন্য তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেই অলি পোপ
আপডেট করা - Jul 5, 2023 2:23 pm
অ্যাশেজের মঞ্চে ইংল্যান্ডের সময়টা একেবারেই ভাল যাচ্ছে না। পরপর দুই ম্যাচ হেরে গিয়েছে ব্রিটিশ বাহিনী। তৃতীয় ম্যাচেই জিততেই হবে ইংল্যান্ডকে। হেরে্ গেলেই ঘরের মাঠে সিরিজ হাকতছাড়া হয়ে যাবে তাদের। সেই লক্ষ্যেই এখন জোরকদমে প্রস্তুতিতে নেমে পড়েছে ইংল্যান্ডের ক্রিকেটাররা। কিন্তু সেই তৃতীয় টেস্টে নামার আগেই ইংল্যান্ড শিবির থেকে ছিটকে গেলেন তাদের সহ অধিনায়ক অলি পোপ। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে যে ব্রিটিশ শিবিরের কাছে এটা এতকটা বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।
আগদামী ৬ জুলাই থেকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধ তৃতীয় টেস্টে নামতে চলেছে ইংল্যান্ড। কয়েকদিন আগেই সেই ম্য়াচের স্কোয়াড ঘোষণা করকে দিয়েছে ব্রিটিশ বাহিনী। সেখানে অলি পোপকে রেখেই ইংল্যান্ড স্কোয়াড ঘোষণা করেছিল তারা। যদিও শেষপর্যন্ত কী হয় সেটাই এখন দেখার। কিন্তু দ্বিতীয় ম্যাচ চলাকালীনই কাঁধে বড়সড় চোট পেয়েছিলেন অলি পোপ। সেই থেকেই তাঁকে নিয়ে একটা জল্পনা শুরু হয়ে গিয়েছিল। শেষপর্যন্ত এই তারকা ক্রিকেটারকে ছাড়াই এবার মাঠে নামতে হবে ব্রিটিশ বাহিনীকে।
দ্বিতীয় টেস্ট চলাকালীনই কাাঁধে চোট পেয়েছিলেন অলি পোপ
প্রতম দুই টেস্টেই অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েছে ব্রিটিশ বাহিনী। এই মুহূর্তে অ্যাশেজের মঞ্চে ২-০-এ পিছিয়ে রয়েছে ইংল্যান্ড। যদিও সেই দায়গা থেকে ঘুরে দাঁড়াতে মরিয়ে হয়ে রয়েছে তারা। সেই মঞ্চেই দলের সহ অধিনায়কের ছিটকে যাওয়াটা যে ব্রিটিশ বাহিনীর কাছে একটা বিরাট ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। যদিও অলি পোপের জায়গায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টে কোন ক্রিকেটার খেলবেন তা এখনও পর্য।ন্ত সেভাবে জানানো হয়নি। সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।
ইসিবির তরফে জানানো হয়েছে, “লর্ডসে শেষ সপ্তাবে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে কাঁধে চোট পেয়েছে এই গোটা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ইংল্যান্ডের সারে-র ব্যাটার অলি পোপ। লন্ডনে তাঁর স্ক্যান করানোর পরই দেখা গিয়েছে যে কতটা গুরুতর রয়েছে তাঁর চোটটা। এই সিরিজ থেকে ছিটকে গিয়েছেন তিনি। তাঁর অস্ত্রোপচার হবে কয়েকদিনের মধ্যে”।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট চলাকালীনই বেকায়দায় পড়ে গিয়েছে কাঁধে চোট পেয়েছিলেন তিনি। যদিও তৃতীয় দিন মাঠে নামতে দেখা গিয়েছিল অলি পোপকে। কিন্তু তাঁর কাঁধে কিন্তু বেশ জোরালো চোটই লেগেছে। ম্যাচ শেষ হওয়ার পরই লন্ডনে স্ক্যান করানো হয়েযিল এই তারকা ক্রিকেটারকে। সেই রিপোর্ট আঈসার পরই কার্যত অ্যাশেজের মঞ্চ থেকে ছিটকে গিয়েছেন তিনি। আগামী ৬ জুলাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামছে ইংল্যান্ড।