চোটের জেরে অ্যাশেজের শেষ তিন ম্যাচে নেই ন্যাথান লিয়ন
আপডেট করা - Jul 3, 2023 3:48 pm
লর্ডস টেস্ট চলাকালীনই চোট পেয়েছিলেন তিনি। সেই থেকেই এই ন্যাথান লিয়নের গোটা সিরিজ খেলা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছিল। শেষপর্যন্ত যেটা ভাবনা ছিল সেটাই হল। অ্যাশেজ থেকে ছিটকে দেলেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার ন্যাথান লিয়ন। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা নিয়েই এখন নানান জলাপনা সুরু হয়েছে। ন্যাতান লিয়নের না থাকাটা যে অস্ট্রেলিয়া শিবিরের কাছে একটা বড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না। তবে ন্যাথান লিয়নের পরিবর্তে কোন ক্রিকেটারকে দলে নেওয়া হয়েছে তা এখনই জানানো হয়নি অস্ট্রেলিয়ার তরফে।
দ্বিতীয় দিনই ম্যাচের শেষের দিকে চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন ন্যাথান লিয়ন। এরপর থেকে আর মাটে নামতে পারেননি এই তারকা ক্রিকেটার। লর্ডসেই একটানা ১০০টি টেস্ট খেলার রেকর্ড গড়েছেন তিনি। কিন্তু সেই ম্যাচেরই দ্বিতীয় দিন বিপত্তির সামনে পড়েছেন তিন। পায়ের কাফ মাসেলে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। এরপর দলেরই ফিজিওর সাহায্য মাঠ ছাড়তে হয়েছিল ন্যাথান লিয়নকে।
লর্ডসেই একটানা ১০০টি টেস্ট খেলার রেকর্ড গড়েছিলেন ন্যাথান লিয়ন
তৃতীয় দিন ম্যাচ শুরু হওয়ার আগে সকলের নজর ছিল ন্যাথান লিয়নের দিকেই। এদিন কিন্তু ক্রাচের ভরসাতেই মাঠে প্রবেশ করতে হয়েছিল ন্যাথান লিয়নকে। আর এই ছবিটা যে খুব একটা ভাল বিজ্ঞাপন দিচ্ছিল না তা বলাই বাহুল্য। যদিও ব্যাট হাতে অস্ট্রেলিয়ার ইনিংসের শেষের দিকে মাঠে নামতে দেখা গিয়েছিল ন্যাথান লিয়নকে। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে বোলিং করতে পারেননি এই তারকা ক্রিকেটার। সেটাই অজি শিবিরে ক্রমস চিন্তা বাড়াচ্ছিল। কাফ মাসেলের চোট নিয়ে শেষপর্যন্ত অ্যাশেজ থেকে ছিটকেই গেলেন ন্যাথান লিয়ন। সেই জায়গায় কাকে খেলানো হবে তা নিয়ে কোনও কিছু নিশ্চিত করে বলা হয়নি অস্ট্রেলিয়ার তরফে।
চোট পেয়ে ন্যাথান লিয়ন মাঠ থেকে বেড়িয়ে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই জায়গায় অবশ্য ফিল্ডিং করতে দেখা গিয়েছিল অস্ট্রেলিয়ার ম্যাট রেনেশকে। তাঁকে স্কোয়াড থেকে ছেড়ে দেওয়া হলেও আপাতত স্ট্যান্ডবাই ক্রিকেটার হিসাবে রেখে দেওয়া হয়েছে অস্ট্রেলিয়া দলের সঙ্গে। কিন্তু ম্যাট রেনেশকে বাকি তিন ম্যাচে খেলানো হবে কিনা তা নিয়ে কোনও নিশ্চিয়তা নেই।
এই মুহূর্তে অ্যাশেজের মঞ্চে অনেকটাই এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে পরপর দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। আর এক ম্যাচ জিততে পারলেই সিরিজ জিতে নেবে তারা। কিন্তু তার আগে ন্যাথান লিয়নের অস্ট্রেলিয়া শিবিরে না থাকাটা যে তাদের শিবিরে বড়সড় ধাক্কা তা বলার অপেক্ষা রাখে না।