টেস্ট দলে জায়গা পাওয়া অসম্ভব, মেনে নিলেন টি-২০ বিশ্বকাপের নায়ক মিচেল মার্শ
বললেন বিগ ব্যাশ লিগে পার্থ স্কর্চার্সের হয়ে খেলা উপভোগ করছেন
আপডেট করা - Dec 23, 2021 3:35 pm

অস্ট্রেলিয়ার ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য মিচেল মার্শ টেস্ট প্রত্যাবর্তনের আশা এখনও ছাড়েননি। তবে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে থাকা এই অলরাউন্ডার বলেছেন, বর্তমান টেস্ট দল “খুব ভালো ক্রিকেট খেলছে” এবং তিনি পার্থ স্কর্চার্সের সাথে তাঁর সময় উপভোগ করছেন। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে পেস বোলিং অলরাউন্ডার হিসেবে বর্তমানে ক্যামেরন গ্রিন সুযোগ পাওয়ায় দু’বছর ধরে টেস্ট দলে জায়গা পাচ্ছেন না মার্শ।
২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অনবদ্য ফর্মে ছিলেন মিচেল মার্শ। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৭৭ রান করে অজিদের জেতানোর পাশাপাশি মার্শকে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত করা হয়েছিল।
টেস্ট দলে জায়গা পাওয়া প্রসঙ্গে বিস্তারিত বলেছেন কনিষ্ঠ মার্শ ভাই
বর্তমানে, তিনি ও তাঁর দল উভয়েই বিগ ব্যাশ লিগে দুরন্ত ছন্দে আছেন। পার্থ স্কর্চার্স পাঁচটি ম্যাচ খেলে পাঁচটিতেই অপরাজিত এখনও অবধি। আট দলের লিগে তারাই শীর্ষ স্থানে আছে। মিচেল মার্শ যদিও সবকটি ম্যাচ খেলেননি। তিনটি ম্যাচে ১০৩.৫০ গড়ে ২০৭ রান করে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রহকারী তিনি।
যদিও মার্শ অস্ট্রেলিয়ার হয়ে তিনটি ফরম্যাটেই খেলার চেষ্টা করছেন, তবে তিনি স্বীকার করেছেন যে টেস্ট দলে জায়গা পাওয়া কঠিন হবে। news.com.au-এর উদ্ধৃতি অনুসারে সীম-বোলিং অলরাউন্ডার বলেছেন, “একজন ক্রিকেটার হিসাবে, আপনি সবসময় অস্ট্রেলিয়ার হয়ে সব ফরম্যাটে খেলার জন্য সচেষ্ট থাকেন। কিন্তু এই মুহূর্তে সেই দলে ঢোকার কোনো উপায় নেই, তারা অত্যন্ত ভালো ক্রিকেট খেলছে। আমার কাছে এখন স্কর্চার্সের হয়ে খেলা এবং এই সফরটিকে ভালোবাসা বেশী গুরুত্বপূর্ণ।”
মিচেল মার্শের কেরিয়ারের ৩২টি টেস্টের মধ্যে শেষটি এসেছিল ইংল্যান্ডে আয়োজিত ২০১৯ অ্যাশেজ সিরিজে ওভাল টেস্টে। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ওই টেস্টের প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিলেও ব্যাট হাতে ব্যর্থ হন।
মার্শ জানিয়েছেন, পার্থ স্কর্চার্সের সঙ্গে তিনি যে সময় কাটাচ্ছেন তা উপভোগ করছেন। সেই প্রসঙ্গেই বলেছেন, “আমরা সবেমাত্র একত্রিত হয়েছি, আমরা বুঝতে পারছি আমাদের সামনে কী আছে, এটি একটি চ্যালেঞ্জ হতে চলেছে। আমি শুধু আমার ক্রিকেট উপভোগ করছি। আমি স্কর্চার্সের হয়ে খেলতে ভালোবাসি, আমি যা করছি তার ধারাবাহিকভাবে উপভোগ করছি এবং সেটারই প্রতিফলন হচ্ছে মাঠে আমার পারফর্ম্যান্সের মাধ্যমে। আমি আমার ভূমিকা জানি, আমি এটা নিয়ে সচেতন, এবং স্কোরবোর্ড চালু রাখার জন্য আমি আমার নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখি,” তিনি বলেন।