সচিন তেন্ডুলকারই হলেন তার অনুপ্রেরণা, এমনটাই জানালেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. (Photo Source : BCCI/IPL)

২৪শে এপ্রিল, সোমবার পঞ্চাশে পা দিয়েছেন ‘মাস্টার ব্লাস্টার’ সচিন তেন্ডুলকার। ভারত তথা বিশ্ব ক্রিকেটে তার অনেক অবদান রয়েছে। তিনি অনেক মানুষেরই অনুপ্রেরণা। তার খেলা দেখে অনেকেই ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখেছেন। সবাই হয়তো সেই স্বপ্ন পূরণ করতে পারেননি, কিন্তু অনেকে পেরেছেন। তাদের মধ্যেই একজন হলেন ভারতীয় দল এবং মুম্বাই ইন্ডিয়ান্সের বর্তমান অধিনায়ক রোহিত শর্মা।

বর্তমান এবং প্রাক্তন অনেক ক্রিকেটাররাই সচিন তেন্ডুলকারকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তার এই অসাধারণ ক্রিকেট ক্যারিয়ারের স্মরণে ‘সচিন@৫০’ নামক একটি বই বের করা হয়েছে। এই বইয়ে রোহিত শর্মা বলেছেন যে সচিনের পাশে থেকে বেড়ে ওঠার সময় তার মনে হয়েছিল যে ভগবানের পাশে থেকে বেড়ে উঠছি।

রোহিত শর্মা বলেন, “মুম্বাইয়ে যখন আমি বড় হয়ে উঠছিলাম তখন থেকেই আমি সচিন তেন্ডুলকারের ভক্ত ছিলাম। তাঁর পাশে থেকে যখন বেড়ে উঠছিলাম তখন আমার মনে হয়েছিল যে ভগবানের পাশে থেকে বেড়ে উঠছি। আমার বাড়িতে ক্রিকেট মানেই ছিল সচিন তেন্ডুলকার। আপনি যদি সেরা হতে চান তবে আপনাকে সচিন তেন্ডুলকারের মতো ব্যাট করার চেষ্টা করতে হবে। তাঁর সাথে খেলতে পারাটা ছিল আমার জীবনের সবথেকে বড় পাওয়া।”

রোহিত শর্মার নেতৃত্বে আইপিএল এবং চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছিলেন সচিন তেন্ডুলকার

২০১৩ সালের মরসুমে মুম্বাই ইন্ডিয়ান্সকে (এমআই) প্ৰথম ট্রফি এনে দিয়েছিলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকারও সেই দলের সদস্য ছিলেন। সেই বছরেই চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ জিতেছিল এমআই। এরপরেই ফ্রাঞ্চাইজি ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ‘মাস্টার ব্লাস্টার’।

আইপিএল ২০২৩-এ রোহিত শর্মা এখনও অবধি ৬টি ম্যাচ খেলে ১৭৯ রান করেছেন। তিনি ১৪২.০৬ স্ট্রাইক রেটে এই রান করেছেন। এই মরসুমে তার সর্বোচ্চ রান হল ৬৫।

আইপিএলের ১৬ তম সংস্করণে মুম্বাই ইন্ডিয়ান্স এখনও অবধি ৬টি ম্যাচ খেলেছে এবং তার মধ্যে ৩টি ম্যাচে জয় পেয়েছে। প্ৰথম দুটি ম্যাচে পরাজিত হওয়ার পর টানা তিনটি ম্যাচ জিতেছিল রোহিত শর্মার দল। নিজেদের আগের ম্যাচে পাঞ্জাব কিংসের (পিবিকেএস) বিরুদ্ধে ১৩ রানে পরাজিত হয়েছিল এমআই। এই মুহূর্তে পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের নেট রান রেট হল -০.২৫৪। ২৫শে এপ্রিল, মঙ্গলবার, নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন দল গুজরাট টাইটান্সের (জিটি) মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স।