পেশীর চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন লোকেশ রাহুল, পরিবর্তে দলে সূর্যকুমার যাদব

KL Rahul
KL Rahul. (Photo by Pankaj Nangia/Getty Images)

বৃহস্পতিবার থেকে কানপুরে শুরু হচ্ছে ভারত-নিউ জিল্যান্ড দু ম্যাচের টেস্ট সিরিজ। তার আগে ভারতীয় শিবির জোর ধাক্কা খেল। বিরাট কোহলি কানপুর টেস্টে খেলছেন না। এবার পেশীতে চোট পেয়ে সিরিজ থেকে  ছিটকে গেলেন লোকেশ রাহুল। আইপিএল থেকে টানা খেলেই চলেছেন রাহুল। কে এল রাহুলের পরিবর্তে কানপুরে ভারতীয় স্কোয়াডে ঢুকলেন সূর্যকুমার যাদব। রাহুল চোট পেয়ে ছিটকে যাওয়ার ফলে কানপুর টেস্টে কিউইদের বিরুদ্ধে ওপেন করতে দেখা যাবে শুবমন গিলকে। গিল ও মায়াঙ্ক আগরওয়াল ওপেন করতে চলেছেন। বিরাট কোহলির পরিবর্তে টেস্টে অভিষেক করতে চলেছেন শ্রেয়স আইয়ার।

তিনে নামবেন চেতেশ্বর পূজারা। বিরাট কোহলির জায়গায় চারে নামতে পারেন শ্রেয়স আইয়ারকে। রোহিত শর্মাকে এই সিরিজে বিশ্রাম দেওয়ায়, শ্রেয়স আইয়ারের সামনে নিজেকে প্রমাণের বড় সুযোগ।

পাঁচ নম্বরে খেলবেন অধিনায়ক আজিঙ্কা রাহানে। উইকেটকিপার হিসেবে ঋদ্ধিমান সাহা নাকি শ্রীকর ভরত কাকে খেলানো হয় সেটা দেখার। দুই পেসার, তিন পেসারে দল সাজানো হতে পারে। সেক্ষেত্রে পেস আক্রমণে ইশান্ত শর্মার সঙ্গে খেলবেন মহম্মদ সিরাজ। আর স্পিন আক্রমণে অশ্বিন-জাদেজার সঙ্গে থাকবেন অক্ষর প্যাটেল।

হনুমা বিহারিকে এই সিরিজে বাদ দেওয়া হয়েছে। তবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে হনুমাকে ফেরানো হতে পারে। টেস্টে কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের অভিষেক হতে চলেছে কানপুরে। দ্রাবিড় কীভাবে দল সাজান সেটা দেখার।

টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ: শুবমন গিল, মায়াঙ্ক আগরওয়ল, চেতেশ্বর পূজারা, শ্রেয়স আইয়ার, আজিঙ্কা রাহানে (অধিনায়ক), ঋদ্ধিমান সাহা/শ্রীকর ভরত, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা, মহম্মদ সিরা