আসন্ন আইপিএলে খেলার ইচ্ছা প্রকাশ জো রুটের

Joe Root
Joe Root. (Photo by Daniel Pockett/Getty Images)

একদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড যখন ক্রিকেটারদের আইপিএলে খেলার আগে কড়া ব্যবস্থা নেওয়ার কথা ভাবছে, তখনই আইপিএলে অভিষেকের ভাবনা ব্রিটিশ অধিনায়ক জো রুটের। যদিও এখনই তিনি পুরোপুরি নিশ্চিত নন, আসন্ন আইপিএলে খেলার ইচ্ছাপ্রকাশ করেছেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ফেব্রুয়ারি মাসে হতে চলা আইপিএলের মেগা নিলামে অংশগ্রহন করতে চান তিনি। তবে নিজের টেস্ট কেরিয়ার সামলেই এই রাস্তায় হাঁটতে চান তারকা ব্রিটিশ ক্রিকেটার।

আইপিএলের মঞ্চে অস্ট্রেলিয়দের পাশাপাশি ব্রিটিশ ক্রিকেটারদের দাপট দেখার মতো। ইংল্যান্ডের তারকা বোলার জফরা আর্চারের উথ্থান এই আইপিএলের মঞ্চ থেকেই। রাজস্থান রয়্যালসের হয়েই প্রথমবার আইপিএলে অভিষেক হয়েছিল তাঁর। এরপরই বিশ্ব ক্রিকেটের মঞ্চে নিজের ছাপ ফেলেছিলেন আর্চার। শুধু তিনিই নন, আরও অনেক ব্রিটিশ ক্রিকেটাররা দাপটের সঙ্গে খেলা দেখিয়েছেন এই মঞ্চে।

কেভিন পিটারসন থেকে জস বাটলার, বেয়ারস্টো, বেমন স্টোকসদের মতো ক্রিকেটাররা দাপিয়ে খেলছেন আইপিএলের মঞ্চে। গত বছর তো কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন ইংল্যান্ড বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান। এবার সেই তালিকাতেই নিজের নাম তুলতে চাইছেন আরেক ব্রিটিশ তারকা জো রুট। যদিও নিজের টেস্ট কেরিয়ার সামলেই টি টোয়েন্টির ক্যাশরীচ লিগে পা ফেলতে চান রুট। আর সেই মতো নাকি প্রস্তুতিও শুরু করছেন।

আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি আইপিএলের মেগা নিলাম। দীর্ঘ ১৫ বছরের আইপিএলে এবারই নাকি হতে চলেছে সবচেয়ে জাঁকজমকপূর্ণ নিলাম অনুষ্ঠান। দশ দলের আইপিএলের জন্য দুদিন ধরে চলবে আইপিএলের মেগা নিলাম। যেখানে ক্রিকেট খেলীয় প্রতিটি ক্রিকেটারেরই নচুন করে ভাগ্য লেখা হবে। এতদিন আইপিএলের মঞ্চ থেকে নিজেকে দূরেই সরিয়ে রেখেছিলেন জো রুট। কিন্তু এবার সেই দুরত্বটাই মেটাতে চান তিনি।

ইতিমধ্যেই ইংল্যান্ডের ক্রিকেটারদের আইপিএল খেলার ক্ষেত্রে কড়া নিয়ম বিধি আরোপ করার কথা ভাবতে শুরু করেছে ইসিবি। সেই সময়ই নিজের আইপিএলের অভিষেক নিয়ে চিন্তা শুরু রুটের। তিনি জানান, সময় এগিয়ে চলেছে। আমাকেও অনেককিছু ভাবতে হচ্ছে। তবে আমার কছে সবার আগে টেস্ট ক্রিকেট। টি টোয়েন্টি খেললে তার ওপর যদি কোনও প্রভাব না পড়ে, সেই সমস্ত বিষয় পর্যালোচনা করার পরই আইপিএলের মেগা নিলামে নিজের নাম নথিভুক্ত করব। টেস্টের অগ্রাধিকার আমার কাছে সবকিছুর থেকে বেশী।

ইংল্যান্ডের হয়ে বেশীরভাগ সময় টেস্ট ক্রিকেট খেললেও, জো রুটের ঝুলিতে কিন্তু টি টোয়েন্টি খেলারও অভিজ্ঞতা রয়েছে।২০১২ সালের ২২ ডিসেম্বর ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টিতে অভিষেক হয়েছিল তাঁর। ২০১৯ সালে শেষবার পাকিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি খেলেছিলেন তিনি।৩২ ম্যাচে রান রয়েছে ৮৯৩। টেস্ট এবং একদিনের ক্রিকেটের থেকে টি টোয়েন্টিতে স্ট্রাইকরেটও তাঁর বেশী।

এবারের আইপিএলে নতুন দুই ফ্র্যাঞ্চাইজি লখনউ ও আহমেদাবাদ এসেছে। আর সেজন্যই নতুন করে হচ্ছে আইপিএলের নিলাম। এই দুই নতুন ফ্র্যাঞ্চাইজির মধ্যে কোনও এক দলে রুটকে দেখলে হয়ত অবাক হওয়ার কিছুই থাকবে না।