এনসিএ-তে বোলিং শুরু জসপ্রীত বুমরার, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টেই ফিরতে পারেন তিনি

Jasprit Bumrah
Jasprit Bumrah. (Photo by Ashley Vlotman/Gallo Images)

আগামী ৯ ফেব্রুয়ারী ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্দে নামতে চলেছে ভারতীয় দল। সেই সিরিজ সুরু গওয়ার আগেই ভারতীয় শিবিরে স্বস্তির আবহ। প্রথম দুই টেস্টে খেলার সম্ভাবনা না থাকলেও,  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টেই ভারতীয় দলে ফিরতে পারেন জসপ্রীত বুমরাহ। বৃহস্পতিবারই এনসিএ-র নেটে বোলিং শুরু করে দিয়েছেন ভারতীয়দলের তারকা পেসার। আর এই থবর যে ভারতীয় ক্রিকেট মহলে স্বস্তি ফিরিয়ে আনার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না।

চোটের জন্য দীর্ঘদিন ধরেই ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। গতবছর এশিয়া কাপের আগেই পিঠের সমস্যার জেরে ভারতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। যদিও এশিয়া কাপের পর ভারতীয় দলে ফিরেছিলেন জসপ্রীত বুমরাহ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেললেও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগেই ফের  সেি পুরনো চোটের জন্যই ছিটকে গিয়েছিলেন জসপ্রীত বুমরাহ। এরপর টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চ থেকেও ছিটকে গিয়েছেন ভারতীয় দলের এই তারকা  পেসার।

পিঠের সমস্যার জেরে প্রায় পাঁচ মাস মাঠের বাইরে জসপ্রীত বুমরাহ

সেই থেকেই আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি জসপ্রীত বুমরাহকে। যদিও তাঁকে নেেিয়ে বিশেষ ঝুঁকিও নিতে নারাজ ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে বিসিসিআই। প্রায় পাঁচ  মাস ভারতীয় দলের বাইরে রয়েছেন তিনি। নতুন বছরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতীয় দলে ফেরানো হয়েছিল জসপ্রীত বুমরাহকে। সেখানে বোলিংও শুরু করেছিলেন তিনি। কিন্তু পিঠের সমস্যা পুরোপুরি সারেনি তাঁর। আর সেই সমস্যা ফের দেখা দিলে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ থেকেও  ছিটকে যান জসপ্রীত বুমরাহ। সেই থেকেই তাঁকে নিয়ে শুরু হয়েছিল নানান জল্পনা।

রবীন্দ্র জাদেজার সঙ্গেই এনসিএ-তে রিহ্যাবও শুরু করেছিলেন জসপ্রীত বুমরাহ। বৃহস্পতিবার থেকেই এনসিএ-তে বোলিং আরম্ভ করে দিয়েছেন  ভারতীয় দলের এই তারকা পেসার জসপ্রীত বুমরাহ। আর সেই খবরেই এখন স্বস্তিতে সকলে। শোনাযাচ্ছে এখন নাকি জসপ্রীত বুমরাহ পুরোপুরি সুস্থ। সবকিছু ঠিকঠাক চললে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। যদিও ভারকতীয় ক্রিকেট বোর্ডের তরফে এখনই সরকারীভাবে কিছু জানানো হয়নি।

ঘরের মাঠে বর্ডার-গাভাসকর ট্রফি ভারতীয় দলের কাছে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিরিজ জিততে পারলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা পাকা করে ফেলবে ভারতীয় দল। সেখানে প্রথম দুই ম্যাচে খেলতে না পারলেও, তৃতীয় ম্যাচ থেকে জসপ্রীত বুমরার প্রত্যাবর্তন যে ভারতীয় শিবিরকে আত্মবিশ্বাস যোগাবে তা বলার অপেক্ষা রাখে না।