জসপ্রীত বুমরার প্রত্যাবর্তন নিয়ে আশাবাদী প্রাক্তন ক্রিকেটার মদন লাল
আপডেট করা - Aug 15, 2023 6:50 pm
সবকিছু ঠিকঠাক চললে চোট সারিয়ে আয়ারল্যান্ডেরক বিরুদ্ধেই ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। আর সেই খবর যে ভারতীয় শিবিরে যে অনেকটাই স্বস্তির বহ তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। চোট সারিয়ে এখন জসপ্রীত বুমরাহ অনেকটাই সুস্থ। জসপ্রীত বুমরার প্রত্যাবর্তনের অপেক্ষায় এ্খন সকলে রয়েছেন। সেই একই অপেক্ষায় রয়েছেন প্রাক্তন বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেটার মদন লালও। তাঁর মতে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের অন্যতম এক সম্পদ। বিশ্বকাপের মঞ্চে জসপ্রীত বুমরাহ যে ভারতীয় দলের অন্যতম প্রধান শক্তি হয়ে উঠেতে চলেছে তাও বলতে দ্বিধা নেই মদন লালের।
গত বছরের সেপ্টেম্বর মাস থেকে ভারতীয় দলের বাইরে রয়েছেন জসপ্রীত বুমরাহ। এশিয়া কাপ আগেই পিছের সমস্যার জেরে ছিটকে গিয়েছিলেন তিনি। খেলতে পারেননি এশিয়া কাপ। যদিও টি টোয়েন্টি বিশ্বকাপের গে তাঁকে ভারতীয় দলে ফেরানো হয়েচিল ঠিকই, কিন্তু পুরপুরি সুস্থ হয়ে ফঠতে না পারার জন্য শেষপর্যন্ত ছিটকেই গিয়েছিলেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার। এরপর থেকে আর দেশের জার্সিতে মাঠে নামতে পারেননি জসপ্রীত বুমরাহ। সেই সময়ই অস্ত্রোপচারও হয়েছিল জসপ্রীত বুমরার।
আয়ারল্যান্ড সফরেই ভারতীয় দলে ফিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ
তবে এখন শোনাযাচ্ছে ভারতীয় দলের এই স্পীডস্টার অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। সবকিছু ঠিকঠাক চললে আসন্ন আয়ারল্যান্ড সফরেই ভারতীয়দলে পিরতে চলেছেন জসপ্রীত বুমরাহ। সেই টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্বও থাকতে চলেছে এই তারকা ক্রিকেটারের কাঁধে। তা নিয়েই এার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদন লাল। মতে জসপ্রীত বুমরাহ ভারতীয় দলের বিশ্বকাপের মঞ্চে প্রধান শক্তি হয়ে উঠতে চলেছেন। আয়ারল্যান্ডের বুমরাকে দেখে নেওয়ার সুযোগও পাবে ভারতীয় দল।
এই প্রসঙ্গে মদন লাল জানিয়েছেন, “এটা সত্যিই খুব ভাল যে জসপ্রীত বুমরাহ আয়ারল্যান্ডে যাচ্ছেন। সেখানে তিনি ম্যাচ খেলার সময় পাবেন এবং সকলে জানতেও পারবেন যে তাঁর ফিটনেস এই মুহূর্তে কোন পরিস্থিতিতে রয়েছে। তাঁকে ম্যাচ খেলতেই হবে এখন এবং সেইসঙ্গে নিজের ধারাবাহিকতাও বজায় রাখতে হবে জসপ্রীত বুমরাহকে। এটাও নিস্চিত করতে হবে যে তিনি যেন বিশ্বকাপ খেলেন এবং সেইসঙ্গে কোনওরকম ঝুঁঁকিও যেন না নেওয়া হয়। কারণ জসপ্রীত বুমরাহ মাদের জন্য একজন সম্পদ। আর একজন বোলারের পক্ষে সবকিছু একা বদলে দেওয়া সম্ভব নয়। আমাদের বোলারদজের একটা দল হিসাবে পারফর্ম করতে হবে। তারা যদি আমাদের হয়ে ভাল পারফরম্যান্স করতে না পারেন তবে এনেকটাই কটিন হয়ে যাবে পরিস্থিতি”।