“যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা নিতে হবে”, ভারতের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে হার প্রসঙ্গে জেসন রয়

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ডকে ১৩ রানে হারিয়েছে ইংল্যান্ড

Jason Roy
Jason Roy. (Photo Source: Getty Images)

প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে পরাজিত করে জয়ী হয়েছে ভারত। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ইংল্যান্ড তোলে ১৮৮/৫। জবাবে ভারত অনায়াস ভঙ্গিতে এক ওভার বাকি থাকতেই ৭ উইকেটে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়।  

ভারতের বিরুদ্ধে সেই হার নিয়ে এখন মুখ খুললেন ইংল্যান্ড ওপেনার জেসন রয়। রয় মনে করেন ইংল্যান্ড প্রথম প্রস্তুতি ম্যাচে ভালো খেলেছিল। যেহেতু বেশ কিছু ক্রিকেটার অনেকদিন ক্রিকেট খেলার বাইরে ছিল তাই প্রাথমিকভাবে তারা ছন্দে ছিল না। তিনি মনে করেন এই হার থেকে ইংল্যান্ডের ক্রিকেটারদের শেখা উচিত।

ইংল্যান্ডের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের পর রয় বলেছেন, “আমার মনে হয় আমরা প্রথম ম্যাচে ভালো খেলেছিলাম। বেশ কিছু ক্রিকেটার অনেক দিন পর ক্রিকেটে ফিরেছে। কিছু ক্রিকেটার আইপিএলে ছিল। এখন আমাদের সব ভুল থেকেই যত তাড়াতাড়ি সম্ভব শিক্ষা নিতে হবে কারণ এখন থেকে প্রত্যেক ম্যাচ গুরুত্বপূর্ণ, প্রত্যেক বল গুরুত্বপূর্ণ। তাই আমাদের খুব তাড়াতাড়ি ভুল শোধরাতে হবে।”

আমাদের অনেক দক্ষ ক্রিকেটার আছেঃ জেসন রয়

আসন্ন টি-২০ বিশ্বকাপে বেন স্টোকস ও জোফ্রা আর্চারের মতো ক্রিকেটারকে ইংল্যান্ডের না পাওয়াকে বড় ক্ষতি বলে মনে করছেন জেসন রয়। যদিও রয় মনে করেন তাঁদের হাতে যে দল আছে তা খুবই দক্ষ দল এবং অন্য যে কোন প্রতিপক্ষকে হারানোর ক্ষমতা রাখে। এর সাথে তিনি এও জানাতে ভোলেন না যে টি-২০ বিশ্বকাপের জন্য তাঁদের প্রস্তুতি বেশ ভালোই হয়েছে। সংযুক্ত আরব আমিরশাহীর পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার জন্য তাঁদের হাতে যোগ্য ক্রিকেটারের অভাব নেই। 

রয় এটা বলে শেষ করেন, “দুর্ভাগ্যজনকভাবে আমরা টি-২০ বিশ্বকাপে বেন স্টোকস ও জোফ্রা আর্চারকে পাচ্ছি না। কিন্তু তারপরেও আমাদের হাতে যে দল আছে তাও কম যায় না। ছেলেরা কঠিন পরিশ্রম করছে। আমাদের কাছে এমন ক্রিকেটার আছে যারা দরকারের সময় একের অধিক দক্ষতা দেখাতে প্রস্তুত। তারা যে কোন সময় জ্বলে ওঠার জন্য তৈরী।”

ভারতের বিরুদ্ধে প্রথম ম্যাচে হারলেও গতকাল নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে জয় লাভ করেছে। প্রথমে ব্যাট করে ইংল্যান্ড তোলে ১৬৩/৬। জবাবে নিউজিল্যান্ড ১৯.২ ওভারে ১৫০ রানে অল আউট হয়ে যায়।

২৩শে অক্টোবর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ইংল্যান্ড নিজেদের অভিযান শুরু করছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।