প্রত্যাবর্তনের পর থেকে অশ্বিনের লাগাতার ভালো পারফর্ম্যান্সের প্রশংসা রোহিতের

অশ্বিনকে আক্রমণাত্মক বিকল্প হিসেবে অভিহিত করলেন অধিনায়ক

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

২০২১ রবিচন্দ্রন অশ্বিনের জন্য বেশ চমৎকার কেটেছে। অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ এবং তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে বছর শুরু করেছিলেন তিনি। ইংল্যান্ডে টেস্ট সিরিজে খেলার সুযোগ না পেলেও তারপরে তিনি ভারতীয় আন্তর্জাতিক টি-২০ দলে একটি চমকপ্রদ প্রত্যাবর্তন করেছেন। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক রোহিত শর্মা বলেছেন অশ্বিন সবসময়ই ভারতীয় দলের জন্য একটি আক্রমণাত্মক বিকল্প হিসেবে উঠে এসেছেন। 

তামিলনাড়ুর এই অফ-স্পিনার ২০১৭ থেকে ভারতের হয়ে একটিও সাদা বলের ম্যাচ খেলেননি। তাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে ফেরানো হয়েছিল এবং যখন থেকে তিনি প্রথম একাদশে ফিরেছেন, তখন থেকেই বল হাতে তাঁর চমৎকার ফর্ম অব্যাহত। পাঁচ ম্যাচে তিনি নিয়েছেন নয় উইকেট। 

অভিজ্ঞ স্পিনারের প্রশংসা করতে গিয়ে রোহিত বলেন, “ওর দারুণ প্রত্যাবর্তন হয়েছে। আমরা সবাই জানি সে একজন গুণী বোলার। সে বছরের পর বছর ধরে লাল বলে নিজেকে প্রমাণ করেছে, এমনকি সাদা বলের ক্রিকেটেও তার রেকর্ড খারাপ নেই। এখন সে যেভাবে ফিরে এসেছে এবং সংযুক্ত আরব আমিরাতে বোলিং করেছে তাতে সে আরও একবার নিজের ছাপ রেখেছে।” 

তিনি সবসময় একজন অধিনায়কের কাছে আক্রমণাত্মক বিকল্প: রবিচন্দ্রন অশ্বিন সম্পর্কে রোহিত শর্মা

অশ্বিনকে টি-টোয়েন্টি ক্রিকেটে কীভাবে ব্যবহার করা যেতে পারে তার ব্যাখ্যা করেছেন অধিনায়ক। সাদা বলের ক্রিকেট থেকে অশ্বিনকে বাদ দেওয়ার মূল কারণ হল মধ্য ওভারে নিয়মিত উইকেট নিতে না পারা। তবে প্রত্যাবর্তনের পর থেকে মিডল ওভারে সবচেয়ে বেশি উইকেট এই অভিজ্ঞ স্পিনারই নিয়েছেন। 

“সে সবসময় একজন অধিনায়কের কাছে আক্রমণাত্মক বিকল্প। যখন স্কোয়াডে তার মতো কেউ থাকে তখন মাঝের ওভারে উইকেট নেওয়ার সুযোগ থাকে এবং আমরা জানি এটি করাটা কতটা গুরুত্বপূর্ণ। এটা এমন একটা পর্যায় যেখানে স্কোরিং গতি স্তব্ধ করা যায় এবং উইকেট নেওয়া যায়,” ইন্ডিয়া টুডে দ্বারা রোহিতকে উদ্ধৃত করা হয়েছে। 

রোহিত আরও উল্লেখ করেছেন যে অক্ষর প্যাটেলের সাথে অশ্বিনের সমন্বয়টি ভালো হয়েছে এবং তাই তারা জুটিতে উইকেট নিচ্ছেন। রবীন্দ্র জাডেজা টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পছন্দের স্পিনার ছিলেন কিন্তু ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অশ্বিনের সাথে টেস্ট সিরিজে জাডেজাকে দেখা যাবে।