বাংলা

“প্রথম বল থেকেই এটা স্পষ্ট ছিল যে বিরাটের দিন হবে” – বিশেষ প্রশংসা সচিনের

৬৩ বলে ১০০ রানের ইনিংসের কারণে ম্যাচের সেরা হয়েছেন বিরাট

Virat Kohli
Virat Kohli. (Image Source: IPL/BCCI)

১৮ই মে, বৃহস্পতিবার, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (আরসিবি) আইপিএল ২০২৩-এ তাদের ১৩তম ম্যাচে যখন সানরাইজার্স হায়দ্রাবাদ (এসআরএইচ)-এর মুখোমুখি হয়েছিল, তখন জয়লাভ ছাড়া তাদের অন্য কোনো উপায় ছিল না। এসআরএইচের বিরুদ্ধে হারলেই প্লে-অফে পৌঁছনোর লড়াই থেকে অনেকটাই পিছিয়ে পড়ত আরসিবি। তবে তারকা ব্যাটার বিরাট কোহলি নিশ্চিত করেছিলেন বেঙ্গালুরু-ভিত্তিক ফ্র্যাঞ্চাইজি যেন দুই পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে।

কোহলি একটি অসামান্য সেঞ্চুরি হাঁকিয়ে আরসিবিকে ৮ উইকেটে জিততে সাহায্য করেছিলেন। সেই সেঞ্চুরির সুখ্যাতি করে কিংবদন্তী সচিন তেন্ডুলকার টুইটারে তাঁর প্রশংসা করেছেন। ১২টি চার ও চারটি ছক্কা হাঁকিয়ে ৬৩ বলে ১০০ রানের ইনিংস খেলে কোহলি ম্যাচের সেরা হয়েছিলেন। ২০১৯-এর পরে এটি কোহলির প্রথম আইপিএল শতরান এবং সামগ্রিকভাবে তাঁর ষষ্ঠ। আইপিএলের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডে ক্রিস গেইলের সঙ্গে একাসনে বসেছেন কোহলি।

তারা দুজন যেভাবে ব্যাটিং করেছে তাতে ১৮৬ যথেষ্ট বড় স্কোর ছিল না: সচিন তেন্ডুলকার

তেন্ডুলকার ছাড়াও ক্রিকেট জগতের সঙ্গে জড়িত অনেকেই কোহলির অতিমানবিক সেঞ্চুরির সুখ্যাতি করেছেন। মাস্টার ব্লাস্টার বলেছেন যে ইনিংসের শুরু থেকেই স্পষ্ট ছিল যে সেটি কোহলির দিন হতে চলেছে। ১৮৭ রান তাড়া করতে নেমে আরসিবির ওপেনিং জুটি কোহলি ও ফাফ ডু প্লেসি ১৭২ রানের পার্টনারশিপ গড়েছিলেন।

“যখন সে কভার ড্রাইভটা মারল, প্রথম বল থেকেই এটা স্পষ্ট ছিল যে বিরাটের দিন হবে। বিরাট এবং ফাফ দুজনেই সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল, তারা কেবল বড় শটই খেলেনি বরং উইকেটের মাঝখানে ভালো দৌড়ে পার্টনারশিপও গড়েছে। তারা দুজন যেভাবে ব্যাটিং করেছে তাতে ১৮৬ যথেষ্ট বড় স্কোর ছিল না,” তেন্ডুলকার টুইট করেছেন।

ম্যাচের শুরুতে আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসি টস জিতে এসআরএইচকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন। আরসিবির বোলিং আক্রমণের বিরুদ্ধে এসআরএইচের টপ-অর্ডার আরও একবার ধসে পড়েছিল। তবে উইকেটকিপার-ব্যাটার হাইনরিখ ক্লাসেন (৫১ বলে ১০৪) সেঞ্চুরি করে ঘরের মাঠের দর্শকদের মুখে হাসি ফুটিয়েছিলেন।

১৮৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে আরসিবির একটি ভালো শুরুর প্রয়োজন ছিল। তবে কোহলি ও ডু প্লেসির আগ্রাসী ব্যাটিংয়ের সৌজন্যে ১৯.২ ওভারে লক্ষ্য তাড়া করেছিল আরিসিবি। প্রোটিয়া ব্যাটার ৪৭ বলে ৭১ রান করেছিলেন। বর্তমানে ১৩ ইনিংস খেলে ৫৮.৫ গড়ে এবং ১৫৩.৯৫ স্ট্রাইক রেটে ৭০২ রান করে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন তিনি।