অবসরের কথা ভেবেই কি নিজের শার্টে ধোনির স্বাক্ষর সংগ্রহ করলেন! কারণ জানালেন সুনীল গাভাস্কার
গাভাস্কার বলেছেন, "আমি সেই মুহূর্তটিকে বিশেষ করে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম"
আপডেট করা - May 16, 2023 12:30 pm

এমএস ধোনি শুধু ক্রিকেট ভক্তদের মনেই নয়, খেলার কিংবদন্তীদের মনেও একটি স্থায়ী ছাপ রেখে গেছেন। চেন্নাই সুপার কিংস (সিএসকে) আইপিএল ২০২৩-এ তাদের ঘরের মাঠে যে শেষ লিগ ম্যাচটি খেলল, তারপরেও সেই প্রমাণ প্রত্যক্ষ করা গিয়েছিল। মুহূর্তটি সমগ্র ক্রিকেট সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছিল যখন কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার নিজের শার্টে সিএসকে অধিনায়ক এমএস ধোনির কাছ থেকে অটোগ্রাফ নিয়েছিলেন।
টেলিভিশনের পর্দার সামনে দৃশ্যটি উন্মোচিত হতে দেখে, ক্রিকেট ভক্তরা আনন্দিত হয়েছিলেন কারণ গাভাস্কারের মতো একজন কিংবদন্তী প্রায় তাঁর অর্ধেক বয়সী ক্রিকেটারের কাছ থেকে সই সংগ্রহ করছেন একজন বিমোহিত ভক্তের মতো। স্টার স্পোর্টস স্টুডিওতে সুনীল গাভাস্কার জানিয়েছেন তিনি কেন ধোনির কাছ থেকে সই সংগ্রহ করেছিলেন।
সুনীল গাভাস্কার বলেছেন, “যখন আমি জানতে পারলাম চেন্নাই সুপার কিংস এবং এমএস ধোনি চেপকের মাঠ প্রদক্ষিণ করতে চলেছে, তখন আমি একটি বিশেষ স্মৃতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেই কারণেই আমি তার অটোগ্রাফ নিতে এমএসডির দিকে ছুটে যাই। চেপকে সেটা তার শেষ হোম ম্যাচ ছিল। অবশ্যই, সিএসকে প্লে-অফের জন্য যোগ্যতা অর্জন করলে সে এখানে খেলার সুযোগ পাবে। কিন্তু আমি সেই মুহূর্তটিকে বিশেষ করে তোলার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমি যথেষ্ট ভাগ্যবান যে ক্যামেরা ইউনিটের কারও কাছে মার্কার পেন ছিল। তাই, আমি সেই ব্যক্তির কাছেও কৃতজ্ঞ।”
ধোনি রাজি হওয়ায় খুব ভালো লেগেছিল: সুনীল গাভাস্কার
কয়েক ঘন্টা পরে বিশেষ মুহূর্তটির স্মৃতিচারণ করে গাভাস্কার ভারতের প্রাক্তন অধিনায়ক ধোনির প্রশংসা করেছিলেন এবং ভারতীয় ক্রিকেটে যে উত্তরাধিকার তিনি প্রতিষ্ঠা করেছেন, তার জন্য সিএসকে অধিনায়কের প্রশংসাও করেছিলেন।
অশ্রুসজল গাভাস্কার পরে যোগ করেছেন, “তাই, আমি মাহির কাছে গিয়েছিলাম এবং আমি যে শার্টটি পরেছিলাম তাতে একটি অটোগ্রাফ স্বাক্ষর করার জন্য তাকে অনুরোধ করেছিলাম। সে রাজি হওয়ায় খুব ভালো লেগেছিল। এটি আমার জন্য খুব আবেগপূর্ণ মুহূর্ত ছিল কারণ সে ভারতীয় ক্রিকেটে অপরিসীম অবদান রেখেছে।”
আবেগপ্রবণ গাভাস্কার তাঁর জীবনে সবচেয়ে বিশেষ দুটি ক্রিকেটীয় মুহূর্ত প্রকাশ করার সময়ে জানিয়েছিলেন, “কপিল দেব ১৯৮৩ বিশ্বকাপ ট্রফি তুলছে এবং এমএস ধোনি ২০১১ বিশ্বকাপ ফাইনালে ছক্কা মারছে, এই দুটি ক্রিকেটের মুহূর্ত আমি মারা যাওয়ার আগে দেখতে চাই।”