আইপিএল ২০২৩: জার্সি উন্মোচন করল সানরাইজার্স হায়দ্রাবাদ

দলের নেতৃত্বভার সামলাবেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম

SRH new jersey
SRH new jersey. (Image Source: Instagram)

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৩-এর আসন্ন সংস্করণের আগে সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে। ফ্র্যাঞ্চাইজিটি রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তাদের অভিযান শুরু করবে ২রা এপ্রিল, রবিবার, হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে লিগের চতুর্থ ম্যাচে।

ফ্র্যাঞ্চাইজি আসন্ন মরসুমের আগে তাদের নতুন জার্সি উন্মোচন করে অরেঞ্জ আর্মির মধ্যে উন্মাদনা সৃষ্টি করেছেন। হায়দ্রাবাদ-ভিত্তিক দল তাদের জার্সিটি প্রকাশ করার সময় ট্যাগলাইন দিয়েছে, ‘কুল, ফান অ্যান্ড ফায়ারি’ বলে। তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নতুন কিটের ডিজাইন প্রকাশ করা হয়েছিল। ফ্র্যাঞ্চাইজি দ্বারা শেয়ার করা ভিডিওতে ওয়াশিংটন সুন্দর, মায়াঙ্ক আগরওয়াল ও স্পিডস্টার উমরান মালিককে কমলা জার্সি পরিধান করতে দেখা যায়।

‘হিয়ার। উই। গো। আপনাদের সামনে উপস্থাপন করছি, #IPL2023-এর জন্য আমাদের নতুন #OrangeArmour,” সানরাইজার্স হায়দ্রাবাদ তাদের টুইটার হ্যান্ডেলে ক্যাপশন দিয়েছে।

অভিজ্ঞ এইডেন মার্করামের নেতৃত্বাধীনে খেলতে দেখা যাবে সানরাইজার্স হায়দ্রাবাদকে

তাদের আসন্ন অভিযানকে সফল করে তুলতে এসআরএইচ স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন এনেছে। দক্ষিণ আফ্রিকার তারকা এইডেন মার্করাম আইপিএল ২০২৩-এ ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিতে প্রস্তুত। ২০১৬-র আইপিএল বিজয়ীরা গত মরসুমে ১৪ ম্যাচে মাত্র ছয়টি জিতে পয়েন্ট তালিকায় অষ্টম স্থানে ছিল। এইবার তারা সেই হতাশাজনক পারফর্ম্যান্সে মুছে ঘুরে দাঁড়াতে প্রস্তুত।

উল্লেখ্য, মার্করাম ২০২১ সংস্করণে পাঞ্জাব কিংসের হয়ে খেলার পরে ২০২২-এ সানরাইজার্সে যোগ দিয়েছিলেন। দলটি নিলামের আগে প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসনকে ধরে না রাখার সিদ্ধান্ত নিয়েছিল এবং নিলামের সময়েও কিউই ব্যাটারকে আবার কেনার কোনো চেষ্টা করেনি।

মার্করাম সম্প্রতি সানরাইজার্স ইস্টার্ন কেপের হয়ে দক্ষিণ আফ্রিকায় উদ্বোধনী SA20 শিরোপা জিতেছেন। ১২ ইনিংসে তারকা ব্যাটারটি ৩৬৬ রান সংগ্রহ করেছিলেন যার মধ্যে একটি সেঞ্চুরিও ছিল। পাশাপাশি হায়দ্রাবাদ বেশ কিছু তারকা খেলোয়াড়কে নিলামে কিনেছিল – মায়াঙ্ক আগরওয়াল, হ্যারি ব্র্যক, আদিল রশিদ।

দলটিকে বেশ ভারসাম্যপূর্ণ বলে মনে হচ্ছে। মার্করাম ও তাঁর সতীর্থরা সঠিক কম্বিনেশন খুঁজে নিতে চায়বে এবং আসন্ন মরসুমে দ্বিতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে থাকবে। গত মরসুমের চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্স ৩১শে মার্চ ১৬তম আইপিএলের উদ্বোধনী ম্যাচে চারবারের বিজয়ী চেন্নাই সুপার কিংসের মোকাবিলা করবে।