বাংলা

আইপিএল ২০২৩, কোয়ালিফায়ার ১: গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স

পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করা শুবমান গিলের সামনে অরেঞ্জ ক্যাপ দখলের সুযোগ

Gujarat Titans
Gujarat Titans. (Photo Source: IPL)

প্রিভিউ

গুজরাত টাইটান্স (জিটি) ও চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর মধ্যে আইপিএল ২০২৩-এর প্রথম কোয়ালিফায়ার  মঙ্গলবার (২৩শে মে) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আয়োজিত হবে। জিটি ১৪ ম্যাচে ১০টি জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে থেকে লিগ পর্ব শেষ করেছি। সিএসকে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল লিগ পর্বের শেষে। তাদের আগের ম্যাচে ১৯.১ ওভারে ১৯৮ রানের লক্ষ্য তাড়া করেছিল জিটি এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে ছয় উইকেটে হারিয়েছিল। ওপেনার শুবমান গিল সেঞ্চুরি করে দলকে জেতান।

সিএসকে তাদের আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল। তিন উইকেট হারিয়ে ২২৩ রান সংগ্রহ করেছিল রুতুরাজ গায়কওয়াড় ও ডেভন কনওয়ের হাফ-সেঞ্চুরির সৌজন্যে। দুই ওপেনার মিলে প্রথম উইকেটে ১৪১ রান যোগ করেছিলেন। জবাবে ডিসি ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৬ রান তুলেছিল। জিটি ও সিএসকে এই বছর মরসুমের উদ্বোধনী ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছিল এবং জিটি ১৯.২ ওভারে পাঁচ উইকেট হাতে রেখে ১৭৯ রানের লক্ষ্য তাড়া করেছিল। সিএসকের বিরুদ্ধে এখনও পর্যন্ত তিনটি ম্যাচে খেলে তিনটিতেই জিতেছে জিটি।

সম্ভাব্য একাদশ

গুজরাত টাইটান্স

শুবমান গিল, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), সাই সুধারসান, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ডেভিড মিলার, রাহুল তেওয়াটিয়া, রাশিদ খান, আলজারি জোসেফ/জশ লিটল, মহম্মদ শামি, নূর আহমেদ।

চেন্নাই সুপার কিংস

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, আজিঙ্ক্যা রাহানে, শিবম দুবে, আম্বাতি রায়ুডু, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), দীপক চাহার, মাহীষ থিকশানা, তুষার দেশপান্ডে।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

শুবমান গিল – ১৪ ইনিংস খেলে দুটি সেঞ্চুরি ও চারটি হাফ-সেঞ্চুরিসহ ৬৮০ রান করেছেন ১৫২.৪৬ স্ট্রাইক রেটে। অরেঞ্জ ক্যাপ দখল করা থেকে মাত্র ৫১ রান পিছিয়ে আছেন।

রুতুরাজ গায়কওয়াড় – ১৩ ইনিংসে ৫০৪ রান করেছেন ১৪৮.২৩ স্ট্রাইক রেটে। আগের ম্যাচে ৫০ বলে ৭৯ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হন।

অলরাউন্ডার 

বিজয় শঙ্কর – আগের ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্সের বিরুদ্ধে ৩৫ বলে ৫৩ রান করা অভিজ্ঞ অলরাউন্ডার ৯ ইনিংসে ২৮৭ রান করেছেন ১৬১.২৩ স্ট্রাইক রেটে।

রবীন্দ্র জাডেজা – ১৪ ম্যাচে ১৭ উইকেট নিয়েছেন ৭.৬৫ ইকোনমি রেটে এবং ১৫৩ রান করেছেন ১৩৭.৮৪ স্ট্রাইক রেটে।

বোলার

রাশিদ খান – ১৪ ম্যাচ খেলে লেগ-স্পিনার ২৪ উইকেট নিয়েছেন এবং পার্পল ক্যাপ জয়ের অন্যতম দাবীদার।

তুষার দেশপান্ডে – ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় ষষ্ঠ স্থানে আছেন।

উইকেটকিপার

ডেভন কনওয়ে – উইকেটকিপিংয়ের সুযোগ না এলেও, তেরো ইনিংসে ১৩৮.৬২ স্ট্রাইক রেটে ৫৮৫ রান করেছেন এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে পঞ্চম স্থানে আছেন।

গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শুবমান গিল (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে (সহ-অধিনায়ক), শিবম দুবে, বিজয় শঙ্কর, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা, রাশিদ খান, মহম্মদ শামি, মোহিত শর্মা, তুষার দেশপান্ডে।