আইপিএল ২০২২, ম্যাচ ৬৮: রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস, ম্যাচ প্রিভিউ, পিচ রিপোর্ট, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপস

ম্যাচ জিতলে রাজস্থান দ্বিতীয় স্থানে উঠে আসবে এবং ফাইনালে সুযোগ পাওয়ার জন্য দুটি ম্যাচ হাতে থাকবে তাদের

Jos Buttler
Jos Buttler. (Photo Source: IPL/BCCI)

প্রিভিউ

শুক্রবার আইপিএল ২০২২-এর ৬৮তম ম্যাচে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংস খেলতে চলেছে। রাজস্থান রয়্যালস পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এবং ইতোমধ্যেই প্লে অফের দিকে এক পা বাড়িয়ে রেখেছে। জয় নিশ্চিত করতে পারলে তারা দ্বিতীয় স্থানে শেষ করবে এবং প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে গুজরাত টাইটান্সের মুখোমুখি হবে। শিমরন হেটমায়ার দলে ফিরতে প্রস্তুত। 

অন্যদিকে, একটি হতাশাজনক অভিযান সাফল্যর সঙ্গে শেষ করার লক্ষ্যে নামবে চেন্নাই সুপার কিংস। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচের মধ্যে মাত্র ৪টি জিততে পেরেছে। আগের ম্যাচে তারা বেশ কিছু নতুঙ্খেলোয়াড়কে সুযোগ দিয়েছিল। এই ম্যাচেও তাই আরও নতুন মুখ দেখা যেতে পারে। 

পিচ রিপোর্ট

ব্র্যাবোর্ন স্টেডিয়ামের ছোট বাউন্ডারি এবং দ্রুত আউটফিল্ডের কারণে ব্যাটিং উপভোগ্য হবে। দুই দলের স্পিনারদের সাফল্য পাওয়ার সম্ভাবনা। ১৭৫-এর কাছাকাছি স্কোর প্রতিদ্বন্দ্বিতামূলক হবে। 

সম্ভাব্য একাদশ

রাজস্থান রয়্যালস

জস বাটলার, যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), দেবদত্ত পাড়িক্কাল, শিমরন হেটমায়ার, রিয়ান পরাগ, রবিচন্দ্রন অশ্বিন, ট্রেন্ট বোল্ট, ওবেদ ম্যাককয়, প্রসিধ কৃষ্ণ, যুজবেন্দ্র চাহাল।

চেন্নাই সুপার কিংস

ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, শিবম দুবে, নারায়ণ জগদীশন, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মইন আলি, মিচেল স্যান্টনার, রাজবর্ধন হাঙ্গারগেকর, প্রশান্ত সোলাঙ্কি, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা।

ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই

ব্যাটার

দেবদত্ত পাড়িক্কাল – তাঁর স্বাভাবিক পজিশন ওপেনিংয়ে নিয়মিত সুযোগ না পেলেও মিডল অর্ডারে ভালো মানিয়ে নিয়েছেন। ৩৩৪ রান করেছেন ১৩০.৯৮ স্ট্রাইক রেটে।

ডেভন কনওয়ে – আইপিএলের দ্বিতীয়ার্ধে নিয়মিত সুযোগ পাওয়ার পর থেকে ধারাবাহিকভাবে রান করেছেন। ৬ ম্যাচে ২৩৬ রান করেছেন ৩টি হাফ সেঞ্চুরিসহ।

অলরাউন্ডার 

মইন আলি – রবীন্দ্র জাডেজার অনুপস্থিতিতে তাঁকে অতিরিক্ত দায়িত্ব নিতে হবে। ব্যাট হাতে ১৫১ রান এবং বল হাতে ৬.৯০ ইকোনমি রেটে ৭ উইকেট।

বোলার

যুজবেন্দ্র চাহাল – ওয়ানিন্দু হাসারাঙ্গার সঙ্গে পার্পল ক্যাপের লড়াই জমে উঠেছে এবং ভারতীয় লেগ-স্পিনার চাইবেন সেটি আবার নিজের দখলে ফিরিয়ে আনতে। ১৩ ম্যাচে নিয়েছেন ২৪ উইকেট।

মুকেশ চৌধুরী – এই আইপিএলে চেন্নাই সুপার কিংসের অন্যতম অবিষ্কার এই পেসার। পাওয়ারপ্লেতে ধারাবাহিকভাবে উইকেট তুলেছেন এবং সামগ্রিকভাবে সংগ্রহে ১৬ উইকেট।

উইকেটকিপার 

জস বাটলার – সম্প্রতি কিছু ম্যাচে রানের মন্দা দেখা দিলেও এই আইপিএলে তিনটি সেঞ্চুরিসহ ৬২৭ রান করে অরেঞ্জ ক্যাপ দখলে রেখেছেন।

রাজস্থান রয়্যালস বনাম চেন্নাই সুপার কিংস ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

জস বাটলার (অধিনায়ক), রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে (সহ-অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল, সঞ্জু স্যামসন, শিমরন হেটমায়ার, মইন আলি, রবিচন্দ্রন অশ্বিন, মুকেশ চৌধুরী, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল।