আইপিএল ২০২৩, ম্যাচ ৬: সিএসকে বনাম এলএসজি, প্রিভিউ, সম্ভাব্য একাদশ, হেড-টু-হেড এবং সম্প্রচার বিবরণ
চেপকে প্রত্যাবর্তনের ম্যাচে জয়ের দিকে চোখ সিএসকের
আপডেট করা - Apr 2, 2023 6:26 pm

চেন্নাই সুপার কিংস ৩রা এপ্রিল, সোমবার, চেপকে চলমান আইপিএল ২০২৩-এর ষষ্ঠ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে। চারবারের আইপিএল বিজয়ীরা এই বছরের প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে প্রাক্তন চ্যাম্পিয়ন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে হারার পরে ঘরের মাঠে জোরালো প্রত্যাবর্তন করতে চায়বে।
এমএস ধোনির নেতৃত্বাধীন দল ব্যাটিং বিভাগে ভালো পারফর্ম করেছিল, কিন্তু তাদের বোলিং ছিল আহমেদাবাদে বর্তমান চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচের চূড়ান্ত পর্যায়ে হতাশ করেছিল। সিএসকে তাদের ওপেনার রুতুরাজ গায়কওয়াড়ের ফর্মে সন্তুষ্ট হবে। তবে মিডল অর্ডারের তিন বাঁ-হাতি ব্যাটার – বেন স্টোকস, রবীন্দ্র জাডেজা ও শিবম দুবের কাছ থেকে আরও বড় ইনিংস প্রত্যাশা করবে।
এদিকে, তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্টস তাদের অভিযানের উদ্বোধনী ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দুর্দান্ত জয় অর্জন করেছিল। অধিনায়ক কেএল রাহুল ব্যাট হাতে বিশেষ কিছু করতে না পারলেও, তাঁর ওপেনিং সঙ্গী কাইল মেয়ার্স তাঁঁর দলকে শক্তিশালী স্কোরে পৌঁছে যেতে সাহায্য করেছিলেন। বল হাতে মার্ক উড বিপক্ষের ব্যাটিংকে ছাড়খাড় করে দিয়ে পাঁচ উইকেট নেন।
পিচ কন্ডিশন
কেন্দ্রটির পিচ সাধারণত শুষ্ক থাকে এবং ম্যাচ যতো এগোই, ততো মন্থর হতে থাকে। পিচ মন্থর থাকায় স্পিনাররা সহায়তা পাবে, তবে ব্যাটাররা একবার সেট হয়ে গেলে বড় রান পাবেন। এই মাঠে টস জয়ী দল প্রথমে ব্যাট করতে আগ্রহী হবে।
উভয় দলের কম্বিনেশন
চেন্নাই সুপার কিংস
ডেথ বোলিংয়ে বিকল্পের অভাবের কারণে সিএসকেকে প্রথম ম্যাচে ভুগতে হয়েছিল। তারা তাদের বোলারদের, বিশেষ করে পেসারদের কাছ থেকে ভালো নিয়ন্ত্রণ আশা করবে। ব্যাটিং গভীরতা থাকায় একজন ব্যাটার কমিয়ে অতিরিক্ত পেসার যোগ করতে পারে সিএসকে। সেক্ষেত্রে আম্বাতি রায়ুডুকে বাদ দেওয়া হতে পারে।
সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রুতুরাজ গায়কওয়াড়, মইন আলি, বেন স্টোকস, শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, এমএস ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার), মিচেল স্যান্টনার, দীপক চাহার, রাজবর্ধন হাঙ্গারগেকার, সিমারজিৎ সিং।
লখনউ সুপার জায়ান্টস
কেএল রাহুলের দল তাদের প্রথম ম্যাচে সেরা ছন্দে ছিল। কুইন্টন ডি ককের অনুপস্থিতি সত্ত্বেও ব্যাটিং দৃঢ় দেখাচ্ছে এবং ফাস্ট বোলিং বিভাগে মার্ক উডের সংযোজন লখনউ-ভিত্তিক দলকে অন্য মাত্রা দিয়েছে। তবে অভিজ্ঞ পেসার জয়দেব উনাদকাট বিশেষ প্রভাব দেখাতে না পারায় তাঁকে বাদ দেওয়া হতে পারে।
সম্ভাব্য একাদশ: কেএল রাহুল (অধিনায়ক), কাইল মেয়ার্স, দীপক হুডা, মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), ক্রূণাল পান্ডিয়া, আয়ূষ বাদোনি, কৃষ্ণাপ্পা গৌথাম, মার্ক উড, রবি বিষ্ণোই, আভেশ খান।
হেড-টু-হেড
ম্যাচ – ১ | চেন্নাই সুপার কিংস – ০ | লখনউ সুপার জায়ান্টস – ১
সম্প্রচারের বিবরণ
ম্যাচের সময় – ভারতীয় সময় সন্ধ্যা ৭:৩০
টিভি সম্প্রচার – স্টার স্পোর্টস নেটওয়ার্ক
লাইভ স্ট্রিমিং – জিওসিনেমা অ্যাপ