আইপিএল ২০২৩, এলিমিনেটর: লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, সম্ভাব্য একাদশ এবং ফ্যান্টাসি টিপ্স
মুম্বাইয়ের ব্যাটিং চ্যালেঞ্জের মুখে পড়তে পারে এলএসজির স্পিনারদের জন্য
আপডেট করা - May 23, 2023 9:03 pm

প্রিভিউ
মঙ্গলবার (২৩শে মে) চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে লখনউ সুপার জায়ান্টস (এলএসজি) ও মুম্বাই ইন্ডিয়ান্স (এমআই) আইপিএল ২০২৩-এর এলিমিনেটরে মুখোমুখি হবে। ১৪ ম্যাচে সতেরো পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে প্লে-অফে যোগ্যতা অর্জন করেছিল এলএসজি। ১৬ পয়েন্ট অর্জন করে চতুর্থ দল হিসেবে মুম্বাই প্লে-অফে উঠেছে। এলএসজি তাদের শেষ তিনটি ম্যাচে জিতে দুর্দান্ত ফর্মে রয়েছে। কখনও নিকোলাস পুরান, কখনও মার্কাস স্টইনিস, তো কখনও প্রেরক মাঁকড়; দলের মিডল অর্ডার বারবার এলএসজির হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাদের স্পিন শক্তিও ঈর্ষণীয় এবং চেন্নাইয়ের মাঠে ম্যাচ হওয়ায়, তাঁরা বাড়তি সুবিধা পেতে পারেন।
মুম্বাই যদিও বিশেষ ধারাবাহিকতা দেখাতে পারেনি এই টুর্নামেন্টে। তবে একটি নির্দিষ্ট আইপিএল সংস্করণে চারবার ২০০ রানের বেশী লক্ষ্য সফলভাবে তাড়া করার রেকর্ড করেছে তারা। সূর্যকুমার যাদব দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং এলিমিনেটরে তিনিই হতে পারেন দলের প্রধান ব্যাটার। দুই দল যখন শেষবার মুখোমুখি হয়েছিল, তখন এলএসজি পাঁচ রানে জিতেছিল। এখনও অবধি দুই দল মোট তিনবার মুখোমুখি হয়েছে এবং তিনটি ম্যাচেই এলএসজি এমআইকে হারাতে সক্ষম হয়েছে।
সম্ভাব্য একাদশ
লখনউ সুপার জায়ান্টস
কাইল মেয়ার্স, কুইন্টন ডি কক, ক্রূণাল পান্ডিয়া (অধিনায়ক), মার্কাস স্টইনিস, নিকোলাস পুরান (উইকেটকিপার), আয়ূষ বাদোনি, প্রেরক মাঁকড়, কৃষ্ণাপ্পা গৌথাম, মহসিন খান, রবি বিষ্ণোই, অমিত মিশ্র।
মুম্বাই ইন্ডিয়ান্স
রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ক্যামেরন গ্রিন, সূর্যকুমার যাদব, নেহাল ওয়াধেরা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, পীযূষ চাওলা, কুমার কার্তিকেয়া, আকাশ মাধওয়াল, জেসন বেহ্রেন্ডর্ফ।
ফ্যান্টাসি ক্রিকেটের সেরা বাছাই
ব্যাটার
কাইল মেয়ার্স – ১২ ইনিংস খেলে চারটি হাফ-সেঞ্চুরিসহ ৩৬১ রান করেছেন ১৪৪.৪০ স্ট্রাইক রেটে।
সূর্যকুমার যাদব – ১৪ ইনিংসে ৫১১ রান করেছেন ১৮৫.১৪ স্ট্রাইক রেটে এবং অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে অষ্টম স্থানে আছেন।
অলরাউন্ডার
মার্কাস স্টইনিস – ১৪ ইনিংসে ৩৬৮ রান করেছেন ১৫০.২০ স্ট্রাইক রেটে। মুম্বাইয়ের বিরুদ্ধে আগের ম্যাচে ৮৯* রান করে ম্যাচের সেরা হয়েছিলেন।
ক্যামেরন গ্রিন – আগের ম্যাচে সেঞ্চুরি করা অস্ট্রেলিয়ান ১৪ ম্যাচে ৩৮১ রান করেছেন ১৫৯.৪১ স্ট্রাইক রেটে এবং বল হাতে ৬ উইকেট নিয়েছেন।
বোলার
রবি বিষ্ণোই – ১৩ ইনিংস খেলে লেগ-স্পিনার ১৬ উইকেট নিয়েছেন ৭.৭৬ ইকোনমি রেটে।
পীযূষ চাওলা – ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে চলমান টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় চতুর্থ স্থানে আছেন।
উইকেটকিপার
নিকোলাস পুরান – ১৪ ইনিংসে ১৭৩.৭৯ স্ট্রাইক রেটে ৩৫৮ রান করেছেন এবং পাঁচটি ক্যাচ নিয়েছেন ও তিনটি স্টাম্প করেছেন।
লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বাই ইন্ডিয়ান্স ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ
রোহিত শর্মা, কাইল মেয়ার্স, ঈশান কিষান, সূর্যকুমার যাদব (অধিনায়ক), নিকোলাস পুরান (সহ-অধিনায়ক), মার্কাস স্টইনিস, ক্যামেরন গ্রিন, ক্রূণাল পান্ডিয়া, পীযূষ চাওলা, রবি বিষ্ণোই, যশ ঠাকুর।