আইপিএল ২০২১, ম্যাচ ৫৬ঃ রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লী ক্যাপিটালস, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

প্লে-অফ পাকা করে ফেলা দুই দলই চাইবে জিতে লিগের খেলা শেষ করতে, ছন্দে অক্ষর পাটেল ও ম্যাক্সওয়েল

Virat Kohli and Rishabh Pant
Virat Kohli and Rishabh Pant. (Photo Source: IPL/BCCI)

লিগ স্টেজে প্রথম স্থান পাকা করে ফেলা দিল্লী ক্যাপিটালস আজ নামছে প্লে-অফে ইতিমধ্যেই উঠে যাওয়া রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে। শেষ স্থানে থাকা সানরাইজার্সের বিরুদ্ধে গত ম্যাচটি হেরে যাওয়ায় আরসিবি প্রথম দুইয়ে শেষ করার সুযোগ হারিয়েছে। প্লে-অফে নামার আগে দুই দলই চাইবে জয়ের দ্বারা লিগ পর্যায় শেষ করতে। দুবাইতে হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

আরসিবি বনাম ডিসি ম্যাচের সম্ভাব্য একাদশ  

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল,কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যান ক্রিশ্চান, শাহবাজ আহমেদ, জর্জ গার্টন, হর্ষল পাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল। 

দিল্লী ক্যাপিটালস

পৃথ্বী শ, শিখর ধাওয়ান, শ্রেয়স আইয়ার/অজিঙ্ক রাহানে, ঋষভ পান্থ (অধিনায়ক ও উইকেটকিপার), রিপাল পাটেল/স্টিভ স্মিথ, শিমরন হেটমাইয়ার, অক্ষর পাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা, আনরিখ নর্কিয়া, আবেশ খান। 

ফ্যান্টাসি ক্রিকেটে এগিয়ে যাঁরা 

ব্যাটার

দেবদত্ত পাড়িক্কাল – গত ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে টাইমিংয়ে সমস্যা হচ্ছিল বলে গতিতে রান তুলতে পারেননি। কিন্তু ওই ইনিংসটি বাদ দিলে এই আইপিএলে এখনো অবধি তাঁর ভালোই কেটেছে। ৪০০ রান থেকে আর মাত্র ১০ রান দূরে তিনি। 

শিখর ধাওয়ান – এই আইপিএলে অরেঞ্জ ক্যাপ তুলে নেওয়ার সুবর্ণ সুযোগ ধাওয়ানের সামনে। ১৩ ম্যাচে ৫০১ রান করেছেন ৪১.৭৫ গড়ে।

অলরাউন্ডার

গ্লেন ম্যাক্সওয়েল – রয়াল চ্যালেঞ্জার্সে যোগদানের পর থেকেই সেই পুরনো ম্যাক্সওয়েলকে ফিরে পাওয়া গেছে। সংযুক্ত আরব আমিরশাহীতে ৬ ম্যাচে তাঁর এখনো অবধি সংগ্রহ ২২৪ রান ও ৩ উইকেট। 

অক্ষর পাটেল – পরপর ২ ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচের পুরস্কার পাওয়া অক্ষর এই মুহূর্তে স্বপ্নের ফর্মে আছেন। এই আইপিএলে এখনো অবধি ৯ ম্যাচ খেলে নিয়েছেন মোট ১৪টি উইকেট ৬.০৫ ইকোনমি রেটে।

বোলার

হর্ষল পাটেল – প্রায় প্রতি ম্যাচেই উইকেট তুলে দলের জয়ে অবদান রাখছেন। এই আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হর্ষলের ঝুলিতে ইতিমধ্যেই ২৯ উইকেট। যে কোন ভারতীয় বোলারের একটি সংস্করণে যা সর্বাধিক। 

আবেশ খান – এই আইপিএলের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক আবেশ ১৩ ম্যাচে নিয়েছেন মোট ২২টি উইকেট ৭.১৪ ইকোনমি রেটে। সেরা বোলিং ১৩/৩।

উইকেটকিপার

ঋষভ পান্থ – দুই দলের উইকেটকিপারদের মধ্যে অবশ্যই এগিয়ে পান্থ। ১৩ ম্যাচে উনি করেছেন মোট ৩৫২ রান ৩৫.২ গড়ে। অধিনায়ক হিসেবেও ভালোভাবে দায়িত্ব সামলাচ্ছেন।

আরসিবি বনাম ডিসি ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ

শিখর ধাওয়ান, দেবদত্ত পাড়িক্কাল, পৃথ্বী শ, শিমরন হেটমাইয়ার, ঋষভ পান্থ (সহ-অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল (অধিনায়ক), শাহবাজ আহমেদ, অক্ষর পাটেল, হর্ষল পাটেল, আবেশ খান, যুজবেন্দ্র চাহাল।