কলকাতা ফাইনালে উঠলে কি শাকিবকে পাওয়া যাবে? জল্পনা

Shakib Al Hasan
Shakib Al Hasan. (Photo Source: IPL/BCCI)

আজ কোয়ালিফায়ার ২-এর ম্যাচ কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। এই ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখতে তৈরি কলকাতা নাইট রাইডার্স। এককথায় এই ম্যাচ জিতে ধোনির চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ফাইনাল খেলতে চায় কলকাতা। আর কলকাতা টিমের গুরুত্বপূর্ণ সদস্য শাকিব আল হাসান রাসেলের চোটের পর থেকে নিজের প্রতিভার প্রতি সুবিচার করে কলকাতা নাইট রাইডার্সও আরও ক্ষুরধার করে তুলেছে। অন্তত এমনটাই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।

আর তাই আজকের ম্যাচে কলকাতা যদি জিতে যায় তাহলে শাকিবের ফাইনাল খেলা পাকা। সেটা নিয়েই এখন জল্পনা চলছে। কারণ, টি ২০ বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনের জন্য খেলছে বাংলাদেশও। আগামী ১৭ অক্টোবর ওমানে প্রথম ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবেন শাকিবরা। কেকেআর যদি বুধবার কোয়ালিফায়ার ২-তে হেরে যায়, তাহলে কোনও সমস্যা হবে না বাংলাদেশের অল-রাউন্ডারের। কিন্তু কেকেআরে জিতে গেলে বড়সড় সিদ্ধান্ত নিতে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে।

তবে বুধবার কেকেআর জিতলে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগেভাগে কোনও সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতী নন বোর্ডের সিইও নিজামুদ্দিন চৌধুরী। এমনটাই জানানো হয়েছে একটি প্রতিবেদনে। সেই প্রতিবেদনে সিইও জানিয়েছেন,‘আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ারের পর শাকিবের বিষয়ে সিদ্ধান্ত নেব।’ সঙ্গে তাঁর সংযোজন, ‘আমাদের বিভিন্ন বিষয় নিয়ে চিন্তাভাবনা করতে হবে। যদি ওঁর দল (কেকেআর) ফাইনালে যায়, তাহলে বিশ্রামের জন্য কত সময় পাচ্ছেন, যদি (ফাইনালে) খেলতে চান, তাহলে বিশ্রামের জন্য কতটা সময় মিলবে, সে সব বিষয়ে তথ্য জোগাড় করে আমরা কাজ করছি।’ বিশেষত আমিরশাহির জৈব সুরক্ষা বলয় থেকে ওমানের জৈব সুরক্ষা বলয়ে যাওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ।

তবে আজকরে ম্যাচে শারজার পিচে শাকিব যে ভেলকি দেখাবেন সে বিষয়ে নিশ্চিত কলকাতা নাইট রাইডার্স শিবির। তবে শেষ হাসি কে হাসে সেটা সময়ই বলবে।