আইপিএল ২০২১ঃ এলিমিনেটর, রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম কলকাতা নাইট রাইডার্স, সম্ভাব্য একাদশ ও ফ্যান্টাসি টিপস

ছন্দে আছে দুটি দলই, আজ জিতলে সামনে পড়বে দিল্লী ক্যাপিটালস

Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders
Royal Challengers Bangalore vs Kolkata Knight Riders. (Photo Source: IPL/BCCI)

এলিমিনেটরে আজ মুখোমুখি রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও কলকাতা নাইট রাইডার্স। যেহেতু আজ হারলেই বিদায় তাই দুই দলই চাইবে নিজেদের সেরাটা বের করে আনতে। এই ম্যাচের আগে দুই দলই ছন্দে আছে। আগের ম্যাচে রাজস্থান রয়ালসকে ৮৬ রানে দুরমুশ করে প্লে-অফে উঠেছে কেকেআর। অন্যদিকে আরসিবি তাদের শেষ ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ বলে ছয় মেরে জয় ছিনিয়ে এনেছিল। আজ যে দল জিতবে তারা পরশু দ্বিতীয় কোয়ালিফাইয়ারে মুখোমুখি হবে দিল্লীর। শারজায় হতে চলা এই ম্যাচটি ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও হটস্টারে।

আরসিবি বনাম কেকেআর ম্যাচের সম্ভাব্য একাদশ

রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর

বিরাট কোহলি (অধিনায়ক), দেবদত্ত পাড়িক্কাল,কোনা শ্রীকর ভরত (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, এবি ডি ভিলিয়ার্স, ড্যান ক্রিশ্চান, শাহবাজ আহমেদ, কাইল জ্যামিসন, হর্ষল পাটেল, মহম্মদ সিরাজ, যুজবেন্দ্র চাহাল। 

কলকাতা নাইট রাইডার্স

শুবমান গিল, ভেঙ্কটেশ আইয়ার, রাহুল ত্রিপাঠী, নীতিশ রানা, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), আন্দ্রে রাসেল, দীনেশ কার্তিক (উইকেটকিপার), সুনীল নারায়ণ, শিবম মাভি, লকি ফার্গুসন, বরুণ চক্রবর্তী।

ফ্যান্টাসি ক্রিকেটে এগিয়ে যাঁরা

ব্যাটার

দেবদত্ত পাড়িক্কাল – ১৩ ম্যাচে ৩৯০ রান করে ফেলেছেন এই তরুণ ওপেনার। সংযুক্ত আরব আমিরশাহীতে এসে যদিও তিনি খুব একটা ধারাবাহিকতা দেখাতে পারছেন না। তবে আজকের ম্যাচে তাঁর কাছ থেকে বড় রান প্রত্যাশিত।

শুবমান গিল – বিগত দুই ম্যাচে দুটি হাফ সেঞ্চুরী করে দুরন্ত ফর্মে আছেন গিল। ইতিমধ্যেই ১৪ ম্যাচে ৩৫২ রান করে ফেলেছেন তিনি। আজ কেকেআরের ভরসা তিনি।

অলরাউন্ডার

গ্লেন ম্যাক্সওয়েল – ব্যাট হাতে অবিস্মরণীয় ফর্মে আছেন গ্লেন ম্যাক্সওয়েল। ব্যাট হাতে করেছেন ৪৯৮ রান ৪৫.২৭ গড়ে। ১৪৭.৩৩ স্ট্রাইক রেটে ঝোড়ো গতিতে রান পেয়েছেন। সর্বোচ্চ রান ৭৮। বল হাতে নিয়েছেন ৩ উইকেট। 

ভেঙ্কটেশ আইয়ার – কেকেআরের প্রত্যাবর্তনের অন্যতম সৈনিক আইয়ার পাওয়ারপ্লেতে মারকুটে ব্যাটিং করে ইনিংসের ভালো শুরু দিচ্ছেন। ৭ ম্যাচে করেছেন ২৩৯ রান ৩৯.৮৩ গড়ে। বল হাতেও নিয়েছেন ৩ উইকেট।

বোলার

হর্ষল পাটেল – এই আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হর্ষল ১৪ ম্যাচে নিয়েছেন ৩০ উইকেট। পার্পল ক্যাপের অধিকারীর সেরা বোলিং ২৭/৫। এই মরসুমের অন্যতম আবিষ্কার হর্ষল। 

বরুণ চক্রবর্তী – কেকেআরের অন্যতম ভরসা তামিল নাড়ুর রহস্য স্পিনার ১৪ ম্যাচে মাত্র ৬.৫ ইকোনমি রেটে মোট উইকেট ১৬। সেরা বোলিং ১৩/৩।

উইকেটকিপার 

কোনা শ্রীকর ভরত – আগের ম্যাচে দিল্লী ক্যাপিটালসের বিরুদ্ধে শেষ বলে ছয় মেরে ম্যাচ জিতিয়ে রাতারাতি তারকা হয়ে গেছেন ভরত। ওই ম্যাচে তিনি ম্যাচের সেরাও নির্বাচিত হন তাঁর ৫২ বলে ৭৮ রানের জন্য।

আরসিবি বনাম কেকেআর ম্যাচের ফ্যান্টাসি ক্রিকেটের প্রস্তাবিত একাদশ  

দেবদত্ত পাড়িক্কাল, শুবমান গিল, রাহুল ত্রিপাঠী, বিরাট কোহলি, কোনা শ্রীকর ভরত, গ্লেন ম্যাক্সওয়েল (সহ-অধিনায়ক), ভেঙ্কটেশ আইয়ার (অধিনায়ক), সুনীল নারায়ণ, হর্ষল পাটেল, বরুণ চক্রবর্তী, যুজবেন্দ্র চাহাল।