চোটের জন্য দ্বিতীয় টেস্টে বাদ রাহানে, জাডেজা, ইশান্ত; নিউজিল্যান্ড পাচ্ছে না উইলিয়ামসনকে

নিউজিল্যান্ডের অধিনায়কত্ব করবেন টম ল্যাথাম

Ajinkya Rahane
Ajinkya Rahane. (Photo by SAEED KHAN/AFP via Getty Images)

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচে অংশ নেবেন না নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়া ভারতীয় দলের তিনজন ক্রিকেটারের দ্বিতীয় টেস্টে বাদ পড়া নিশ্চিত হয়েছে। 

হ্যান্ডেলটি টুইট করেছে যে উইলিয়ামসন এখনও তার বাম কনুইয়ের চোটে ভুগছেন, যে চোটের কারণে গোটা বছর তিনি সমস্যায় আছেন। নিউজিল্যান্ড ক্রিকেটের অফিসিয়াল হ্যান্ডেল টুইট করেছে, “ব্ল্যাকক্যাপস অধিনায়ক কেন উইলিয়ামসন মুম্বাইতে ভারতের বিপক্ষে দ্বিতীয় এবং শেষ টেস্টটি মিস করবেন কারণ তিনি বাম-কনুইয়ের চোট নিয়ে ভুগছেন যা তাঁকে ২০২১-এর বেশিরভাগ সময় ধরে সমস্যায় ফেলেছে।” নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম।  

চোট পেয়ে কেন উইলিয়ামসনের দল থেকে ছিটকে যাওয়ার ঘোষণা করে ব্ল্যাকক্যাপদের টুইট

ভারতীয় দলের ৩ জন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দ্বিতীয় টেস্টে বাদ 

এদিকে, ভারতীয় দল ২য় টেস্টে তাদের ৩ জন খেলোয়াড়কে পাচ্ছে না। কানপুরে ১ম টেস্ট ম্যাচের শেষ দিনে ফাস্ট বোলার ইশান্ত শর্মার বাম হাতের কড়ে আঙুল স্থানচ্যুত হয়। তাই মুম্বাইয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন তিনি। বিসিসিআই মেডিকেল টিম তাঁর চোটের পর্যবেক্ষণ অব্যাহত রাখবে।   

অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা কানপুরে প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন ডান বাহুতে চোট পেয়েছিলেন। স্ক্যান করার পর দেখা যায় তাঁর বাহু বেশ অনেকটা ফুলে রয়েছে। তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে এবং তাই মুম্বাইয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন।   

কানপুরে ১ম টেস্ট ম্যাচের শেষ দিনে ফিল্ডিং করার সময় অজিঙ্কা রাহানে বাঁদিকের হ্যামস্ট্রিংয়ে সামান্য আঘাত পেয়েছিলেন। যেহেতু তিনি পুরোপুরি সুস্থ হননি, তাই তিনি মুম্বাইয়ে দ্বিতীয় টেস্ট থেকে বাদ পড়েছেন। বিসিসিআই মেডিকেল টিম তাঁর চোট থেকে সেরে ওঠার দিকে নজর রাখবে। 

২য় টেস্ট ম্যাচের আগে মুম্বাইয়ে ভেজা আউটফিল্ডের কারণে টস বিলম্বিত হয়েছে। ১ম টেস্ট ড্র হওয়ার পর ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে দুই ম্যাচের সিরিজ বর্তমানে ০-০ সমতায় রয়েছে।