কোভিড পজিটিভ রোহিত শর্মা, এজব্যাস্টন টেস্টে তাঁর খেলা নিয়ে সংশয়

১লা জুলাই থেকে শুরু হবে টেস্ট, তার আগে আইসোলেশনে চলে গেলেন অধিনায়ক

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পুনঃনির্ধারিত পঞ্চম টেস্টের আগে ভারত একটি বড় ধাক্কার সম্মুখীন হয়েছে। তাদের অধিনায়ক রোহিত শর্মা সর্বশেষ র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে কোভিড-১৯-এর জন্য ইতিবাচক পরীক্ষিত হয়েছেন এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন। লেস্টারশায়ারের বিরুদ্ধে চলমান চার দিনের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় ইনিংসে ব্যাটও করেননি তিনি। বার্মিংহ্যাম টেস্টে তাঁর অংশগ্রহণ এখন সন্দেহের মধ্যে রয়েছে এবং ম্যাচ শুরু হতে আর মাত্র ছয় দিন বাকি।

বিসিসিআই রবিবার (২৬ জুন) ভোরে একটি অফিসিয়াল প্রেস বিজ্ঞপ্তিতে এই বিষয়টি নিশ্চিত করেছে। তাঁকে এই মুহূর্তে বিসিসিআইয়ের মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং টিম হোটেলে আইসোলেশনে আছেন। তাঁর সিটি ভ্যাল্যু নির্ণয় করতে এখন তাঁকে আরও একবার RT-PCR পরীক্ষা দিতে হবে।

রোহিত শর্মা এই মুহূর্তে সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক যিনি ৫২.৫৭ গড়ে ৩৬৮ রান করেছেন এবং তিনি টেস্ট ম্যাচ না খেললে সফরকারীরা অবশ্যই সমস্যায় পড়বে। ভারত বর্তমানে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে আছে এবং ২০০৭ সালের পর ইংল্যান্ডে তাদের প্রথম টেস্ট সিরিজ জেতার সুযোগ রয়েছে।

পঞ্চম টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন কে?

গত বছর সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট স্থগিত হওয়ার পর নেতৃত্বের দিক থেকে ভারতীয় ক্রিকেটে অনেক পরিবর্তন হয়েছে। বিরাট কোহলি আর দলের অধিনায়ক নন এবং রোহিত শর্মার অংশগ্রহণ যেহেতু অনিশ্চিত, তাই গুরুত্বপূর্ণ টেস্টে কে দলকে নেতৃত্ব দেবেন তা দেখার বিষয়। দক্ষিণ আফ্রিকা সফরের দ্বিতীয় টেস্টে তৎকালীন অধিনায়ক কোহলি চোটের কারণে খেলতে না পারায় নেতৃত্ব দিয়েছিলেন কেএল রাহুল। কিন্তু চোটের কারণে রাহুলও ছিটকে গেছেন।

অন্যান্য খেলোয়াড়দের মধ্যে, জসপ্রিত বুমরাহকে একবার দলের সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছিল। ঋষভ পান্ত ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়ার নেতৃত্ব দিয়েছিলেন। এদিকে, হার্দিক পান্ডিয়া রবিবার (২৬শে জুন) আয়ারল্যান্ডে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে দেশকে নেতৃত্ব দেবেন তবে তিনি টেস্ট দলের অংশ নন।