ভারত বনাম পাকিস্তান ম্যাচে টস-এর ওপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য, মনে করছেন শোয়েব আখতার
আপডেট করা - Sep 2, 2023 2:36 pm
আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই এশিয়া কাপের মঞ্চে ধুন্ধুমার লড়াইয়ে মুখোমুখি হতে চলেছে দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। সময় যত এগোচ্ছে ততই যেন উত্তেজনমনার পারদ চড়়তে শুরু করেছে। সেই ম্যাচ সুরু হওয়ার আগেই এার বড় বার্তা শোয়েব আখতারের। তাঁর মতে এই ম্যাচ টস যেদল জিতবে সেই দলি কার্যত সাফল্যের রাস্তায় এগিয়ে যাবে। পাকিস্তান যদি টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় তবে ভারতীয় দলকে তারা বিধ্বস্ত করবে বলেই নে করছেন শোয়েব আখতার।
একইসঙ্গে ভারতীয়দলও যদি টস জেতে তবে পাকিস্তানের সামনে তারা যে বড়সড় সমস্যা তৈরি করে দেবে তা বলার অপেক্ষা রাখে না। শেষপর্যন্ত কী হবে তা তো সময়ই বলবে।ভারত বমাম পাকিস্তান ম্যাচের আগদে উত্তেজনার পারদ ক্রমশই চড়তে শুরু করেছে। সেই ম্যাচের দিকেই এই মুহূর্তে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব। প্রথম ম্যাচে নেপালের বিরুদ্ধে বিধ্বংসী পারফরম্যান্স দেখিয়েছিল পাকিস্তান। বিশেষ করে বাবর আজম ও ইফতিকার আহমেদের পারফর্ম্যান্সেই আপ্লুত হয়েছিলেন সকলে।
শেষবার পাকিস্তানের বিরুদ্ধে বিরাট জয় পেয়েছিল ভারত
ভারতের বিরুদ্ধে এই হাই ভোল্টেজ ম্যাচেও যে পাকিস্তান শিবির বাবর আজদমের দিকেই তাকিয়েরয়েছে তা বলার অপেক্ষা রাখে না। সেইসহ্গে এবারের এসিয়া কাপে পাকিস্তানের মিডল অর্ডার দুরন্ত ফর্মে রয়েছে। গত ম্যাচেই বাবর আজমের সঙ্গে সেঞ্চুরী ইনিংস খেলেছিলেন ইফতিকার আহমেদ। ভারতের বিরুদ্ধেও যে পাকিস্তানের আআত্মবিশ্বাস বাড়াচ্ছে এই দুই তারকা ক্রিকেটার তা বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে ভারতীয় দলও পাকিস্তানকে আটকানোর জন্য প্রস্তুত হয়ের রয়েছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।
শোয়েব আখতার এই ম্যাচের আগে জানিয়েছেন, “যদি পাকিস্তান টস জেতে এবং প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়, তবে ভারতীয় দলকে তারা কার্যত বিধ্বস্ত করে দেবে। আবার যদি ভারতীয় দল টস জেতে তবে পাকিস্তান বড়সড় সমস্যায় পড়তে চলেছে। কারণ এই পিচে এখনও পর্যন্ত সেভাবে কেউ নিজেদের মানিয়ে নিতে পারেনি। সেইসঙ্গে আলোতে এখানে সেভাবে ব্যাটে বল আসে না”।
শেষবার টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে দেখা হয়েছিল ভারত ও পাকিস্তানের। সেখানে পাকিস্তানকে হারিয়েই মাঠ ছেড়েছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচে ভারতের জয়ের নায়ক ছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচেও বিরাট কোহলিকে নিয়ে সকলে আশাবাদী। সেইসঙ্গে রোহিত শর্মা,শুভমন এবং রবীন্দ্র জাদেজাদের নিয়েও প্রত্যাশা চড়তে শুরু করেছে। শেষপর্ন্ত কী হয় সেটাই দেখার।