এশিয়া কাপের আগে চড়ছে উত্তেজনার পারদ, অজিত আগরকরের মন্তব্যের পাল্টা জবাব শাদাব খানের
আপডেট করা - Aug 27, 2023 5:08 pm

এশিয়া কাপের মঞ্চে আগামী ২ সেপ্টেম্বর একে অপরের মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। সেই ম্যাচ ঘিরে এখন থেকেই উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। সেখানেই শেষপর্যন্ত কী হয় তা তো সময়ই বলবে। কিন্তু মাঠের বাইরের বাক যুদ্ধটা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গিয়েছে। ভারতীয় দলের প্রধান নির্বাচকের করা মন্তব্যের পাল্টা জবাব দিলেন এবার পাকিস্তানের তারকা ক্রিকেটার শাদাব খান। এশিয়া কাপের দলল ঘোষণার পরই অজিক আগরকর পাকিস্তানের বোলারদের নিয়ে বিরাট মন্তব্য করেছিলেন। আফগানিস্তানকে হারানোর পরই পাল্টা দিলেন শাদাব খান।
গত শনিবার আফগানিস্তানকে হারিয়ে আইসিসির ওডিআই ক্রম তালিকায় শীর্ষস্থানে উঠে এসেছে পাকিস্তান। এশি্য়া কাপের মঞ্চে বিশ্বের এক নম্বর দল হিসাবেই মাঠে নামতে চলেছে তারা। সেই মঞ্চ থেকেই অজিত আগরকের উদ্দেশ্যে পাল্টা জবাবটা দিলেন এই তারকা পাক ক্রিকেটার। কয়েকদিন আগেই এশি্য়া কাপের জন্য ভারতীয় দল ঘোষণা হয়েছে। সেখানে স্বাভাবিকভাবেই যে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের খেলা নিয়ে নানান প্রশ্ন ঘুরপাক খাবে তা তো বলাই বাহুল্য।
এ সেপ্টেম্বর এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে যাত্রা শুরু করবে টিম ইন্ডিয়া
তেমনই এরপর থেকে অজিত আগরকরের কাছেও সেই নিয়ে নানান প্রশ্ন ছিল। তেমনই একটি প্রশ্ন ছিল পাকিস্তানের বোলিংয়ের বিরুদ্ধে খেলার প্রসঙ্গে। সেখানেই অডিত আগরকর বলেছিলেন যে তাদের বোলারদের সামলানোর জন্য বিরাট কোহলি রয়েছেন। আরক অজিত আগরকরের এই কথাটা যে পাকিস্তানের ক্রিকেটাররা একেবারেই ভালভাবে নেননি তা বেশ স্পষ্ট। সেই জন্যই তো আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পরই সেখান থেকে অজিক আগরকেরর কথার পাল্টা জবাব দিলেন পাকিস্তানের এই তারকা ক্রিকেটার। শাদাব খানের মতে মুখে বলে কোনও লাভ নেই। যা করার ক্রিকেটারকে তো মাঠে নেমেই করতে হবে।
আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ জয়ের পর শাদাব খান জানিয়েছেন, “দেখুন সবকিছু নির্ভর করে যেদিন খেলা হচ্ছে সেই পরিস্থিতিটার ওপরে। আমি কিংবা অন্য কেউ। অথবা তাদের দলের দিক থেকে যে কেউ যেকোনও কথা বলতেই পারেন। সেটা কখনোই কোনও পার্থক্য গড়ে দিতে পারে না। যখন কোনও ম্যাচ শুরু হয় সেই সময়ই আমরা বুঝতে পারি যে বাস্তবটা কী”।
আগামী ২ সেপ্টেম্বর এসিয়া কাপের মঞ্চে একে অপরের মুখোমুখি হবে পাকিস্তান ও ভারত। গত শুক্রবার থেকেঅ এশিয়া কাপের প্রস্তুতিতে জোরকদমে নেমে পড়েছে ভারতীয় দলষ। পাকিস্তানের বোলিং লাইনআপ যে তাদের বডসড় চ্যালেঞ্জ দিতে পারে তা বেশ ভালভাবেই জানা আছে ভারতীয় শিবিরের। সেভাবেই চলছে নিজেদের প্রস্তুতি। পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপে ভারত যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।