টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করল আইসিসি, নাম নেই একজন ভারতীয়রও

অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন বাবর আজম

Babar Azam
Babar Azam. (Photo by INDRANIL MUKHERJEE/AFP via Getty Images)

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) সোমবার ঘোষণা করল টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এ তাদের বাছাই করা টুর্নামেন্টের সেরা একাদশ। বাছাই প্যানেলে ধারাভাষ্যকার ইয়ান বিশপ, নাটালি জার্মানোস এবং শেন ওয়াটসন এবং সাংবাদিক লরেন্স বুথ এবং শহীদ হাশমি অন্তর্ভুক্ত ছিলেন। তাঁরা সমগ্র টুর্নামেন্টে ক্রিকেটারদের পারফর্ম্যান্স বিবেচনা করে তালিকাটিকে প্লেয়িং ইলেভেন এবং রিজার্ভের জন্য দ্বাদশ ব্যক্তি নির্বাচনের মধ্যেই সংকুচিত রেখেছেন।

চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার তিনজন, রানার্সআপ নিউজিল্যান্ডের একজন, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকার দুজন করে এবং পাকিস্তানের একজন ক্রিকেটারকে দিয়ে একাদশ গঠন করা হয়েছে। পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদিকে দ্বাদশ ব্যক্তি হিসাবে নাম রাখা হয়েছে। উল্লেখ্য, বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয় দলের একজনও এই দলে জায়গা খুঁজে পাননি।  

অধিনায়ক বাবর আজম

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় ডেভিড ওয়ার্নার ইংল্যান্ডের জস বাটলারের সঙ্গে ওপেনার হিসেবে নির্বাচিত হয়েছেন। পাকিস্তানের অধিনায়ক এবং সর্বোচ্চ রান স্কোরার বাবর আজম, শ্রীলঙ্কার উঠতি তারকা চরিথ আসালাঙ্কা এবং প্রোটিয়াদের টুর্নামেন্টের সেরা ব্যাটার, এইডেন মার্করামকে দিয়ে একটি শক্তিশালী মিডল অর্ডার গঠন করা হয়েছে।

গ্রুপ পর্বে টানা পাঁচটি ম্যাচ জিতে পাকিস্তানকে সেমিফাইনালে নিয়ে যাওয়া বাবর আজমকে দলের অধিনায়ক বাছা হয়েছে। 

স্পিনার মইন আলি এবং ওয়ানিন্দু হাসারাঙ্গা (তিনিই টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী), দুজনেই বিশ্বকাপে ব্যাট এবং বল উভয়ের সাথেই সফল ছিলেন। তাঁরা দলে এসেছেন বিশেষজ্ঞ অলরাউন্ডার হিসেবে। অ্যাডাম জাম্পা বিশেষজ্ঞ স্পিনার হিসেবে সেরা একাদশ দলে স্থান পেয়েছেন। শেষে জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট এবং আনরিখ নর্কিয়াকে রাখা হয়েছে পেসার হিসেবে। 

টুর্নামেন্টের দল বাছাইয়ের প্রক্রিয়াটি ব্যাখ্যা করে, ইয়ান বিশপ একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছেন, “একটি প্যানেল হিসাবে আমরা অনুভব করেছি যে ব্যাটারদের রান এবং স্ট্রাইক রেট ম্যাচের ফলাফল নির্ধারণে প্রভাব রেখেছে। সেরা একাদশ নির্বাচনের ক্ষেত্রে ক্রিকেটারদের নিজেদের দলে তাদের ভূমিকা ও অবস্থানের কাছাকাছি এই একাদশে রাখার চেষ্টা করেছি। এই অভিপ্রায় সবসময় সম্ভব ছিল না, কিছু কিছু ক্ষেত্রে আপস করতে হয়েছিল।” 

তিনি যুক্ত করেছেন, ” আমাদের প্যানেল চারিথ আসালাঙ্কা এবং এইডেন মার্করামের চিত্তাকর্ষক তরুণ প্রতিভাকে এই টুর্নামেন্টের সেরা একাদশ এবং তাদের দেশের জন্য একটি সত্যিকারের বোনাস হিসাবে দেখেছিল। মইন আলিকে এমন এক ইউটিলিটি অলরাউন্ডার হিসাবে নির্বাচিত করা হয়েছে যে বিভিন্ন ম্যাচ পরিস্থিতিতে এবং ইনিংসের প্রয়োজনীয়তা বুঝে ব্যাটসহ অবদান রাখতে পারে।। তিনি বোলিং বিকল্পও বাড়িয়ে দিয়েছেন।” 

আইসিসি নির্বাচিত টুর্নামেন্টের সেরা একাদশ 

ডেভিড ওয়ার্নার, জস বাটলার (উইকেটকিপার), বাবর আজম (অধিনায়ক), চারিথ আসালাঙ্কা, এইডেন মার্করাম, মইন আলি, ওয়ানিন্দু হাসরাঙ্গা, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড, ট্রেন্ট বোল্ট, আনরিখ নর্কিয়া। দ্বাদশ ব্যক্তি – শাহীন শাহ আফ্রিদি।