নামিবিয়ার বিরুদ্ধে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ

Virat Kohli
Virat Kohli. (Photo by Michael Steele-ICC/ICC via Getty Images)

এই প্রতিবেদন লেখা পর্যন্ত আফগানিস্তান – নিউজিল্যান্ড ম্যাচে প্রথমে ব্যাট করে ১২৪ রান করেছে নবির দল। আর জবাবে ব্যাট করতে নেমে ২৮ রানে ১ উইকেট হারিয়েছে নিউজিল্যান্ড। যদি আজকে আফাগানিস্তান ম্যাচ জিতে যায় তাহলে ভারতের সেমি ফাইনাল যাওয়া কার্যত নিশ্চিত। কারণ গ্রুপে সবচেয়ে বেশি রান রেট ভারতেরই আছে।

আগামিকাল অর্থাৎ সোমবার সুপার টুয়েলভে ভারতের শেষ ম্যাচ রয়েছে নামিবিয়ার বিরুদ্ধে। সেই ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তবে আজকের ম্যাচে আফগানিস্তান জিতলে বিশ্রাম দেওয়া হতে পারে জসপ্রীত বুমরা, মহম্মদ শামির মতো ক্রিকেটারকে। তবে আফগানিস্তান না জিতলে উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। তাই কেমন হতে পারে ভারতের সম্ভাব্য একাদশ এক নজরে দেখে নেওয়া যাক –

ওপেনিংয়ে রোহিত শর্মা এবং কেএল রাহুল থাকবে। তিনে নামবেন অধিনায়ক বিরাচ কোহলি। চার ও পাঁচে সূর্যকুমার যাদব এবং ঋষভ পন্থ। ছয় এবং সাতে হার্দিক পাণ্ডিয়া ও রবীন্দ্র জাদেজা। তারপর রবিচন্দন অশ্বিন, মহম্মদ শামি, জসপ্রীত বুমরা এবং বরুন চক্রবর্তী।

অন্যদিকে, বিরাট কোহলি টি ২০ বিশ্বকাপের পর আর অধিনায়ক থাকবেন না। নিজেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তাপরই জল্পনা শুরু হয় বিরাটের পরিবর্তে টিম ইন্ডিয়ার টি ২০ দলে অধিনায়ক কে হবেন ? অনেক নামই ভেসে এসেছে। আর এই জল্পনার মধ্যেই নেটমাধ্যমে সম্প্রতি একটি প্রশ্নের জবাবে বীরু বলেন, ‘‘অধিনায়কের দাবিদার অনেকেই রয়েছেন। কিন্তু আমি মনে করি রোহিতই সেরা। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত সফল। দলকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছে। তাই আমার মতে ভারতের পরবর্তী টি২০ অধিনায়ক হওয়া উচিত রোহিতের।’’