নিজের প্রস্তুতিতে সন্তুষ্ট মিচেল মার্শ, বিশ্বকাপ জেতার ব্যাপারে আশাবাদী

মনে করছেন দলের ব্যাটিং অর্ডার খুবই নমনীয়

Mitchell Marsh
Mitchell Marsh. (Photo by Joe Allison/Getty Images)

টি-২০ বিশ্বকাপের আগে নিজের পারফরম্যান্স নিয়ে খুশি অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শ। অস্ট্রেলিয়ার ১৫ জন দলের সদস্য মার্শ আশা করছেন এইবার অস্ট্রেলিয়া প্রথমবারের জন্য টি-২০ বিশ্বকাপ জিততে সমর্থ হবে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়ার শোচনীয় পারফর্ম্যান্স ছিল। কিন্তু তার মধ্যেও মার্শের ব্যাটিং অস্ট্রেলিয়াকে আশা জোগাচ্ছে। ওই দুই সিরিজে ১০ ইনিংসে মার্শ মোট ৪টি হাফ সেঞ্চুরী করেছিলেন। ব্যাটিং-ব্যর্থতার মাঝেও বেশ কিছু ম্যাচে অস্ট্রেলিয়ার আশা জাগিয়ে রাখিয়েছিলেন একমাত্র মার্শই।

প্রস্তুতি নিয়ে আমার আত্মবিশ্বাস আছে

আইপিএল ২০২১ থেকে সরে দাঁড়ানো মার্শ নিজের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট। তাঁর প্রস্তুতি তাঁকে বিশ্বকাপে সাহায্য করবে বলে মনে করছেন তিনি। পার্থ নাও ওয়েবসাইটে মার্শ বলেছেন, “আমার প্রস্তুতি নিয়ে আমার আত্মবিশ্বাস আছে এবং সেই আত্মবিশ্বাসকে সম্বল করেই আমি দলকে জিততে সাহায্য করব। আমার প্রস্তুতি ভালো হলে মাঠে নেমে আমি অনেক সহজভাবে খেলতে পারি। বিগত কয়েক মাসের ভালো ব্যাটিং সেই প্রস্তুতিরই ফল।”

ব্যাটিং অর্ডারে সাধারণত মিডল অর্ডারে দেখা যায় তাঁকে। কিন্তু সম্প্রতি নামছেন তিন নম্বরে। তবে বিশ্বকাপে নিয়মিত তিন নম্বর ব্যাটার স্টিভেন স্মিথ ফিরে আসায় মার্শকে কোথায় নামানো হয় তার দিকে নজর থাকবে। যদিও আইপিএলে স্মিথের ফর্ম তেমন আশাপ্রদ নয়। তাই অস্ট্রেলিয়া হয়তো তিনে মার্শকেই খেলাবে।

নিজের তিন নম্বর পজিশন ধরে রাখার ব্যাপারে মার্শ আশাবাদী হলেও তিনি মনে করেন ব্যাটিং অর্ডার ঠিক করার ব্যাপারে টিম ম্যানেজমেন্ট খুবই নমনীয়। তাই দল তাঁকে যে পজিশনেই নামাক না কেন, তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখতে তৈরী। এই প্রসঙ্গে মার্শ বলেন, “আমার মনে হচ্ছে আমাকে তিনেই হয়তো নামানো হবে। তবে আমাদের দলের একটা ভালো ব্যাপার তিন থেকে ছয় বা সাত অবধি প্রত্যেকেই মেরে খেলতে পারে, আবার দরকারের সময় ধরেও খেলতে পারে। ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং পজিশন ঠিক করা হবে এবং দেখা হবে কোন পরিস্থিতিতে কার সবচেয়ে ভালো খেলার সম্ভাবনা আছে। তাই আমি যেখানেই নামি না কেন আমাকে পরিস্থিতি বুঝে খেলতে হবে এবং আমার পরে যারা ব্যাট করতে নামবে তাদের জন্য মঞ্চ প্রস্তুত করে যেতে হবে।”

সবারই টি-২০ খেলার ভরপুর অভিজ্ঞতা আছে

প্রত্যেক বিভাগে অস্ট্রেলিয়ার গভীরতা দেখে সন্তুষ্ট মিচেল মার্শ। সেই বিষয়ে তাঁর মত, “আমাদের গোটা স্কোয়াডে সবারই টি-২০ খেলার ভরপুর অভিজ্ঞতা আছে। ফলে আমরা বিশ্বাস করি যে কোন দিন আমরা যে কোন দলকে হারানোর ক্ষমতা রাখি। বিশ্বকাপ জেতার ব্যাপারে তাই আমরা আশাবাদী।”

অস্ট্রেলিয়া তাদের অভিযান শুরু করছে আবু ধাবিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। গ্রুপ স্টেজ টপকাতে হলে তাদের ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের মতো কঠিন প্রতিপক্ষদের বাধা অতিক্রম করতে হবে।