আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে নামিবিয়া

Namibia cricket team
Namibia cricket team. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

শ্রীলঙ্কার বিরুদ্ধে হার দিয়ে প্রথম বিশ্বকাপ অবিযান শুরু করেছিল নামিবিয়া। তারপর নেদারল্যান্ডসকে হারিয়ে প্রথম জয়ের মুথ দেখে নামিবিয়া। আর এবার ইতিহাস তৈরি করল ডেভিড ওয়াইজরা। আয়ারল্যান্ডকে হারিয়ে এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সুপার টুয়েলভে উঠল নামিবিয়া।

শ্রীলঙ্কা আগেই সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করেছে। তাই আয়ারল্যান্ড বনাম নমিবিয়া ম্যাচে যে দল জিতবে, তারাই শ্রীলঙ্কার সঙ্গে পরের রাউন্ডে যাওয়ার ছাড়পত্র পেয়ে যাবে। প্রথম রাউন্ডে এ-গ্রুপের এমন গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল আয়ারল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১২৫ রান তোলে তারা। পল স্টার্লিং ৩৮, কেভিন ও’ব্রায়েন ২৫ ও ক্যাপ্টেন অ্যান্ডি ২১ রান করেন। বাকিরা কেউই দু’অঙ্কের রানে পৌঁছতে পারেননি।

জবাবে ব্যাট করতে নেমে দুরন্ত ক্রিকেট উপহার দেয় নামিবিয়া। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে জয়ের জন্য যাঁর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, সেই ডেভিড ওয়াইজের অলরাউন্ড পারফরম্যান্সে আয়ারল্যান্ডকে হারিয়ে সুপার টুয়েলভে উঠে গেল নামিবিয়া।

অন্যদিকে, সুপার ১২-র আগে শ্রীলঙ্কা দলের পরামর্শদাতা মাহেলা জয়বর্ধনে দল ছাড়ছেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, ‘এটা ভীষণ কষ্টকর। সম্প্রতি আমি হিসেব করে দেখলাম জুন মাস থেকে এখনও অবধি নাগাড়ে ১৩৫ দিন আমি জৈব বলয় এবং নিভৃতবাসে কাটিয়েছি, আমি ক্লান্ত। তবে ওদের (শ্রীলঙ্কা দল) বিষয়টাও আমি বুঝতে পারছি এবং আমি ওদের জানিয়েছি যে আমি বর্তমানে যে ধরনের প্রযুক্তি রয়েছে তাতে যোগাযোগ করা অসম্ভব কিছু নয় এবং সেইভাবেই আমি ওদের সঙ্গে থাকব। একজন বাবা হিসাবে নিজের মেয়ের সঙ্গে এতদিন ধরে দেখা না করার যন্ত্রণাটা আশা করছি সবাই বুঝতে পারবে। আমার বাড়ি ফেরাট প্রয়োজনীয়।’