সৌরভ বা ধোনি নন, নীতীশ অধিনায়কত্ব করতে চান নিজের স্টাইলে

শ্রেয়াস আইয়ারের চোটের কারণে নীতীশকে অধিনায়ক হিসেবে বাছাই করা হয়েছে

Nitish Rana
Nitish Rana. (Image Source: IPL/BCCI)

২৭শে মার্চ, সোমবার, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আগামী ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য নীতীশ রানাকে দলের অধিনায়ক ঘোষণা করেছে। নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আইয়ার টুর্নামেন্টের প্রাথমিক পর্ব থেকে বাদ পড়ার পরে নীতীশকে অন্তর্বর্তীকালীন অধিনায়ক ঘোষণা করা হয়েছে। চোটের পরে শ্রেয়াস বর্তমানে রিহ্যাবের মধ্য দিয়ে যাচ্ছেন এবং টুর্নামেন্টের দ্বিতীয়ার্ধে কেকেআর স্কোয়াডে যোগ দিতে পারেন।

২০১৮ থেকে নীতীশ কেকেআরের সঙ্গে জড়িত। ২৯ বছর বয়সী এই ব্যাটার গত পাঁচ বছর ধরে দলের হয়ে ধারাবাহিক পারফর্মার। টি-টোয়েন্টি টুর্নামেন্টে চিত্তাকর্ষক পারফর্ম্যান্সের পরে জাতীয় দলে ডাক পেয়েছিলেন তিনি এবং ২০২১-এর জুলাইয়ে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়েছিল।

নগদ সমৃদ্ধ লিগে এবারই প্রথম হবে অধিনায়কত্বের ভূমিকা পালন করবেন নীতীশ। এর আগে দিল্লির হয়ে ঘরোয়া টুর্নামেন্টে নেতৃত্ব দিয়েছেন নীতীশ। কেকেআরের অধিনায়ক হিসেবে নিযুক্ত হওয়ার পরে নীতীশকে জিজ্ঞাসা করা হয়েছিল এমএস ধোনি, রোহিত শর্মা, বিরাট কোহলি, সৌরভ গাঙ্গুলীদের মধ্যে কাকে তিনি অনুসরণ করবেন। ২৯ বছর বয়সী ব্যাটিং অলরাউন্ডার জানিয়েছেন যে তিনি কাউকে অনুসরণ করতে চান না, বরং দলকে নিজের মতো করে নেতৃত্ব দিতে চান।

“আমি কাউকে অনুসরণ করতে চাই না এবং নিজের মতো করে নেতৃত্ব দিতে চাই। আমি জানি যে আমি যদি কাউকে অনুসরণ করা শুরু করি, তাহলে কোথাও আমি নিজেকে হারিয়ে ফেলব। আমি আমার নিজস্ব স্টাইলে অধিনায়ক হতে চাই এবং আমার পদ্ধতিতে একইভাবে এগিয়ে যেতে চাই,” নীতীশ বলেছেন।

আমি অনেক অধিনায়কের অধীনে খেলেছি: নীতীশ রানা

নীতীশ রানাকে তখন জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি সৌরভের কাছ থেকে পরামর্শ পেতে চান কিনা। তিনি উত্তরে জানিয়েছেন যে তিনি অনেক অধিনায়কের অধীনে খেলেছেন এবং প্রত্যেকেরই দলকে নেতৃত্ব দেওয়ার নিজস্ব স্টাইল রয়েছে। তিনি আরও বলেছেন যে তিনি নিজের স্টাইল অনুসরণ করবেন।

“এটা শুধু দাদার কথা নয়। বড় টুর্নামেন্টে আমি অনেক অধিনায়কের অধীনে খেলেছি – গৌতম গম্ভীর, ইয়ন মর্গ্যান, দীনেশ কার্তিক, শ্রেয়াস। আমি কখনই দাদার অধীনে খেলিনি কিন্তু গোটা বিশ্ব জানে তিনি ভারতীয় ক্রিকেটের জন্য কী করেছিলেন এবং তিনি দলকে কোন উচ্চতায় নিয়ে গেছেন। আমি মনে অনুভব করি যে অনেক কিছু শেখার আছে কিন্তু প্রত্যেকেরই অধিনায়কত্বের নিজস্ব স্টাইল আছে। আমি চাই আপনারা ধৈর্য ধরুন এবং অপেক্ষা করুন… এবং আপনি আমার অধিনায়কত্বের পদ্ধতি সম্পর্কে জানতে পারবেন,” নীতীশ যোগ করেছেন।

গত বছর কলকাতা নাইট রাইডার্সের ব্যর্থ মরসুম ছিল, দশ দলের লিগে সপ্তম স্থানে ছিল। দুইবারের চ্যাম্পিয়নরা ১লা এপ্রিল মোহালির পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশন আইএস বিন্দ্রা স্টেডিয়ামে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আইপিএল ২০২৩ অভিযান শুরু করবে।