আইপিএল নিলাম শেষে সানরাইজার্স হায়দরাবাদের পূর্ণস্কোয়াড

Sunrisers Hyderabad
Sunrisers Hyderabad. (Photo Source: IPL/BCCI)

জমজমাট আইপিএলের মিনি নিলাম। ৪০৫ জন ক্রিকেটারদের নিয়ে কোচিতে আয়োজিত হয়েছিল এবারের আইপিএল মিনি নিলাম। সেখানেই ছিল একের পর এক চমক। স্যাম কারাণ যেমন আইপিএলের মঞ্চে সবচেয়ে দামী ক্রিকেটার হয়েছেন। তেমনই বেন স্টোকসও কিন্তুু সকলের নজর কেড়েছেন। একইসঙ্গে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজিও মিনি নিলাম থেকে বাজিমাত করেছে। তবে সানরাইজার্স হায়দরাবাদ এদিন শুরু থেকেই লড়াই করার মেজাজে ছিল। আর তাতেই সাফল্য পেয়েছে তারা।

ফ্র্যাঞ্চাইজিদের মধ্যে এবারও অসাধারণ পারফরম্যান্স করেছে সানরাইজার্স হায়দরাবাদ। এদিন তারা ময়াঙ্ক আগরওয়ালকেযেমন বেছে নিয়েছে। তেমনই বেছে নিয়েছে আরেক তারকা ক্রিকেটার হ্যারি ব্রুকস। ১৩.২৫ কোটি টাকা দিয়ে হ্যারি ব্রুকসকে এবার দলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তেমনই ময়াঙ্ক আগরওয়ালও গিয়েছেন তাদের দলেই। যদিও ময়াঙ্ক আগরওয়ালকে তারা অধিনায়ক হিসাবে বেছে নেবে কিনা তা তো সময়ই বলবে।

কেন উইলিয়ামসনকে এবার ছেড়ে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। এই মুহর্তে তারা যে একজন অধিনায়কের খোঁজেও রয়েছে তা বলার অপেক্ষা রাখে না। আর সেই কথা মাথায় রেখেই যে ময়াঙ্ক আগরওয়ালকেও এবার ঘরে তুলেছে সানরাইজার্স হায়দরাবাদ তা বেশ স্পষ্ট। শেষপর্যন্ত কী হ সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন গোটা ভারতীয় ক্রিকেট মহল। তবে সানরাজার্স হায়দরাবাদ যে এবারের আইপিএলেও যথেষ্ট সফল হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

এবারের আইপিএলে হ্যারি ব্রুকসকে নিয়ে প্রথমেই সকেলকে চমকে দিয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ। শুরু থেকেই তাঁকে নিয়ে রাজস্থান রয়্যালসের সঙ্গে হাড্ডহাড্ডি লড়াই চলেছিল সানরাইজার্স হায়দরাবাদের।  সেইসঙ্গেই বিরাট দামে এই ব্রিটিশ ক্রিকেটারকে দলে তুলে নিয়েছে তারা। একইসঙ্গে তারা তুলে নিয়েছে ময়াঙ্ক আগরওয়ালকেও। কেন উইলিয়ামসন এবার তাদের দলে নেই। সেই জায়গাতেই ৮.২৫ কোটি টাকা দিয়ে এই তারকা ভারতীয় ক্রিকেটারকে তুলে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ।

নিনাম শেষে সানরাইজার্স হায়দরাবাদের পূর্ণস্কোয়াড

হ্যারি ব্রুক
ময়াঙ্ক আগরওয়াল
হেনরিখ ক্লাসেন
আদিব রশিদ
ময়াঙ্ক মারকান্দে
বিভ্রান্ত শর্মা
সমর্থ ব্যাস
সনবির সিং
উপেন্দ্র যাদব
ময়াঙ্ক দাগর
নীতিশ কুমার রেড্ডি
আকিল হোসেন
আনমোলপ্রীত সিং
আব্দুল সামাদ
এডেন মার্করাম
রাহুল ত্রিপাঠি
গ্লেন ফিলিপস
অভিষেক শর্মা
মার্কো জ্যানসেন
ওয়াশিংটন সুন্দর
ফজলহক ফারুকি
কার্তিক ত্যাগী
ভুবনেশ্বরক কুমার
টি নটরাজন
উমরান মালিক