আইপিএলের মঞ্চে বড় রানের লক্ষ্যে রয়েছেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI )

আগামী ২ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যাত্রা শুরু করবে রয়্যাল চ্যালে়্জার্স বেঙ্গালুরু।গতপর্বের আইপিেলে একেবারেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি বিরাট কোহলি।তবে এই বছর যে তাঁর দিকেই তাকিয়ে রয়েছেন সকলে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই প্রস্তুতিও চলচে তাঁর। আইপিএল শিবিরে ইতিমধ্যেি য়োগ দিয়েদিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।তিনি যে এবারের আইপিেলে বড় রান পাওয়ার জন্য মরিয়াহয়ে রয়েছে, তা প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই জানিয়েদিয়েছেন প্রাক্তন আরসিবি কোচ। কার্যত প্রতিপক্ষ শিবিরদের বিরুদ্ধে হুঁসিয়ারি দিয়ে রাখলেন তিনি।

গতবারের আইপিএলে জোড়া অর্ধশতরান পেলেও, বিরাট কোহলির ব্যাটে সেভাবে রানের ঝলক দেখা যায়নি। যদিও প্লেঅফে পৌঁছেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও পুরনো কোনওকিছুই আর মনে রাখতে চাননা প্রাক্তন ভারত অধিনায়ক। নতুন বছরটাও বেশ ভালভাবেই শুরু করেছেন তিনি। সেই পারফর্মযান্সের ধারাই যে এবারও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন  বিরাট কোহলি তা বলার অপেক্ষা রাখে না। ম্যাচ সুরু হওয়ার আগে সেই কথা কার্যত স্পষ্ট করে দিয়েছেন এই তারকা ক্রিকেটার।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি

গতবছরই এশিয়া কাপের মঞ্চে আফগানিস্তানের বিরুদ্ধে  দেশের জার্সিতে টি টোয়েন্টি ফর্ম্যাটে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন  বিরাট কোহলি। আইপিএলের ম়ঞ্চে নামার আগে সেই পারফরম্যান্স যে বিরাট কোহলির আত্মবিশ্বাস  অনেকটাই বাড়িয়ে দেবে তা বলার অপেক্ষা রাখে না। সেই মতোই নিজেকে প্রস্তুতও করছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। এবারের আইপিএলে তিনি যে বড় রান করতে মরিয়া হয়ে রয়েছেন তাও বেশ স্পষ্ট। তাঁর মধ্যে যে এখনও অনেক খেলা বাকি রয়েছে সেই কথাও বিরাট কোহলির ইঙ্গিতে স্পষ্ট রয়েছে।

এই প্রসঙ্গে বিরাট কোহলি জানিয়েছেন, “আমি টি টোয়েন্টি , একদিনের পাশাপাশি টেস্ট ক্রিকেটের ফর্ম্যাটেও যথেষ্ট সাবলীল রয়েছি। যেভাবে আমি খেলি, সেই রাস্তাতেই ফের প্রত্যাবর্তন করেছি। নিজের সেরা ফর্মে ফিরতে এখনও বেশ কিছু জায়গা রয়েছে আমার সামনে। আমি আশাবাদী আইপিএলেই সেই জায়গাগুলো ফের ফিরে পাব। যে ফর্মে আমি সবসময় খেলতে চাই। আর সেটাই মাদের দলকেও য়থেষ্ট সাহায্য করবে”।

নতুন বছরের শুরু থেকেই বেশ ভাল ফর্মে রয়েছেন বিরাট কোহলি। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে জোড়া সেঞ্চুরী পেয়েছিলেন বিরাট কোহলি। সেই ধারাই এবারের আইপরিএলেও ধরে রাখতে মরিয়া হয়ে রয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টের মঞ্চে ১৮৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। সেইসঙ্গে একদিনের সিরিজে তাঁর ঝুলিতে এসেছে একটি অর্ধশতরানও। এবার বিরাটের ব্যাটে আইপিএলের মঞ্চে বড় রান দেখার অপেক্ষা।