মাঠে ফিরতে মরিয়া হার্দিক পান্ডিয়া, রিহ্যাব শুরু তারকা অল রাউন্ডারের
আপডেট করা - Dec 6, 2023 5:59 pm

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন সিরিজেও নেই হার্দিক পান্ডিয়া। শোনাযাচ্ছে সবকিছু ঠিকঠাক চললে আলন্ন আইপিএলের মঢ্চ দিয়েই নাকি ফের প্রত্যাবর্তন হতে পারে হার্দিক পান্ডিয়ার। মাঠের ফেরার সেই প্রস্তুতিতেই নেমে পড়লেন ভারতীয় দলের তারকা অল রাউন্ডার হার্দিক পান্ডিয়া। বুধবারস থেকেই রিহ্য়াব শুরু করে দিলেন হার্দিক পান্ডিয়া। এদিন নিজেই সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট দিয়েছেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। এখন শুধুই তাঁর মাঠে ফেরার অপেক্ষায় রয়েছেন সকলে। কতটা দ্রুত তিনি সেরে উঠতে পারেন সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে।
এবারের ওডিআই বিশ্বকাপ চলাকালীনই চোটের জন্য ছিটকে গিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। পায়ের গোড়লীতেই চোট পেয়েছিলেন তিনি। চেষ্টা চালানো হলেও শেষপর্যন্ত মাঠ ফিরতে পারেননি হার্দিক পান্ডিয়া। তাঁর ভারতীয় দলে না থাকার অভাটা যে প্রতি ম্যাচেই বোঝা গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। বিশব্কাপের পর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে যেমন তিনি নেই। তেমনই দক্ষিণ আফ্রিকা সফরেও হার্দিক পান্ডিয়াকে বাদ রেখেই দল ঘোষণা করতে হয়েছে বিসিসিআইকে।
বিশ্বকাপের মাঝেই গোড়ালীতে চোট পেয়েছিলেন হার্দিক পান্ডিয়া
ওডিআই বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলের অন্যদম প্রধান সদস্য ছিলেন হার্দিক পান্ডিয়া। কিন্তু ভাতীয় শিবিরে ধাক্কাটা লাগে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের সময়ই। লিগ পর্বে বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় দল জিততে পারলেও সেই ম্যাচে গোড়ালীতে চোট পেয়েছিলেনব হার্দিক পান্ডিয়া। এরপরই মাঠ ছেড়ে বেড়িয়ে যেতে বাধ্য হয়েছিলেন তারকা অল রাউন্ডার। এরপরই আর বিশ্বকাপের মঞ্চে দেখা যায়নি হার্দিককে। তাঁকে নিয়ে চলা জল্পনার মাঝেই বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন এই তারকা ক্রিকেটার।
এবারের বিশ্বকাপের মঞ্চে তাঁর পরিবর্তে ভারতীয় দলে এসেছিলেন প্রসিদ্ধ কৃষ্ণা এবং প্রথম একাদশে হার্দিক পান্ডিয়ার জায়গায় এসেছিলেন সূর্যকুমার যাদব। হার্দিক পান্ডিয়া না থাকার প্রভাব ভালভাবেই অনুভব করতে পেরেছেন সকলে। বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছে। মাঠে নামতে না পারলেও সেই ম্যাচে উপস্থিত ছিলেন এই তারকা ক্রিকেটার। হার্দিক পান্ডিয়া কবে মাঠে ফিরতে পারবেন তা নিয়েই চলছে জোর জল্পনা। তিনি সুস্থ হয়ে উঠলেও, এই বছরে যে হার্দিক পান্ডিয়ার মাঠে ফেরার কোনও সম্ভাবনা নেই তা বলাই বাহুল্য।
এর মাঝেই আবার গুজরাত টাইটান্স থেকে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। যা নিয়ে এখনও ক্রিকেট মহলে হৈচৈ চলছে। এরইমাঝে রিহ্যাব শুরু করে দিয়েছেন ভারতীয় দলের এই তারকা অল রাউন্ডার। আইপিএলের পরই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেখানে যে ভারতীয় দলের জন্য হার্দিক পান্ডিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সদস্য তা বলার অপেক্ষা রাখে না। তার আগে সেরে ওঠার জন্য তিনি নিজেও মরিয়া হয়ে রয়েছেন। শেষপর্যন্ত কী হয় সেটাই দেখার অপেক্ষায় রয়েছেন সকলে।