শুক্রবারই আয়ারল্যান্ড পৌঁছচ্ছেন অধিনায়ক হার্দিক এবং কোচ ভিভিএস লক্ষ্মণ

Hardik Pandya
Hardik Pandya. (Photo by Francois Nel/Getty Images)

ছুটি শেষ। সবকিছু ঠিকঠাক চললে শুক্রবারই আয়ারল্যান্ডে পৌঁছতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীনই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি টোয়েন্টি ম্যাচের সিরিজের দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। সেই দলেরই অধিনায়কের দায়িত্ব এবার হার্দিক পান্ডিয়ার ওপর। আগামী ২৬ ও ২৮ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি টোয়েন্টি ম্যাচ থেলবে ভারতীয় দল। শুক্রবারই আয়ারল্যান্ডে পৌঁছতে চলেছেন কোচ লক্ষ্মণ এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া।

ইতিমধ্যেই ইংল্যান্ডে ভারতীয় দল পৌছে গিয়েছে। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের জন্য আরও একটি দল বেছে নিয়েছে ভারতীয় দলের নির্বাচকরা। তরুণ ক্রিকেটারদের দিয়েই সাজানো হয়েছে এই ১৭ সদ্সযের স্কোয়াড। কোচিংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে ভিভিএস লক্ষ্মণকে। সেই দলেরই অধিনায়কের দায়িত্ব উঠেছে হার্দিক পান্ডিয়ার কাঁধে। গুজরাত টাইটান্সের বিরুদ্ধে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানোর পরই হার্দিককে অধিনায়ক হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়ারল্যান্ড সফরের জন্য হার্দিক পান্ডিয়াকেই অধিনায়ক হিসাবে বেছে নিয়েছে বোর্ড

দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলে সুযোগ পেয়েছেন দীনেশ কার্তিক। টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ছয়  মাসও বাকি নেই। দল গঠনের কাজ যে এই আয়ারল্যন্ড সফর থেকেই কার্যত সুরু হয়ে যেতে চলেছে তা বেশ স্পষ্ট। সেই কারণে ভারতীয় দলের প্রধান নির্বাচক সহ বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও উপস্থিত থাকতে চলেছেন আয়ারল্যান্ড সিরিজে। শুক্রবারই সেখানে ভিভিএস লক্ষ্ণ এবং হার্দিক পান্ডিয়ার পৌঁছনোর কথা।

ইতিমধ্যেই একটি দল আয়ারল্যান্ডে পৌঁছে গিয়েছে। দীনেশ কার্তিক, যুজবেন্দ্র চাহাল, উমরান মালিক সহ রাহুল ত্রিপাঠিরা পৌঁছে গিয়েছে ডাবলিনে। সদ্য শেষ হয়েছে দক্ষিণ আফ্রিকা সিরিজ। এরপর বোর্ডের তরফেই আয়ারল্যান্ড সফরের ক্রিকেটারদের তিনদিনের বিশ্রাম দেওয়া হয়েছিল। গত বৃহস্পতিবারই চাহালরা পৌঁছে গিয়েছে ডাবলিনে। এবার হার্দিক পান্ডিয়া এবং লক্ষ্ণণের সেখানে পৌঁছনোর অপেক্ষা।

এখনও পর্যন্ত আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটিও টি টোয়েন্টি ম্যাচ হারেনি ভারত। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে সেই ধারাই ধরে রাখতে মরিয়া টিম ইন্ডিয়া। গুজরাত টাইটান্সের হয়ে এবার দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরেই আইপিএলও জিতেছে গুজরাত টাইটান্স। একইরকমভাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে তিন বছর পর ফের ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন দীনেশ কার্তিক।

একইসঙ্গে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের তরুণ তারকাদেরও পরীক্ষা নীরিক্ষা হবে। একঝাঁক তরুণ ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে এই সিরিজের জন্য। এখন শুধুই ডাবলিনের বাইশগজে বল গড়ানোর অপেক্ষা।