দ্বিতীয় টি টোয়েন্টিতে অর্শদীপ সিংয়ের থেকে ভাল পারফরম্যান্সের প্রত্যাশায় আকাশ চোপড়া

Arshdeep Singh
Arshdeep Singh. (Photo by Matt King-ICC/ICC via Getty Images)

সম্প্রতি বল হাতে খুব একটা ভাল পারফরম্যাম্স দেখাতে পারছেন না অর্শদীপ সিং। এই মুহূর্তে আয়ারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছে ভারতীয় দল। সেখানে প্রথম ম্যাচে অর্শদীপ সিংকে প্রথম একাদশে রাখার সিদ্ধান্ত নিয়েছিল টিম ইন্ডিয়া। কিন্তু প্রথম ম্যাচে খুব একটা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি অর্শদীপ সিং। সেইসঙ্গে তাঁর অতিরিক্ত ওয়াইড বল করার সমস্যা নিয়েও এবার মুখ খুলেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে অর্শদীপ সিংয়ের বোলিংয়ে এই সমস্যা কমবে বলেই মনে করছেন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে জিততে পারলেও, অর্শদীপ সিংয়ের বোলিং নিয়ে একেবারেই সন্তুষ্ট নন প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার। বিশেষ করে অর্শদীপ সিংয়ের বাড়তি ওয়াইড বল করার সমস্যা নিয়েই মুখ খুলেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে অর্শদীপ সিংয়ের বোলিংয়ের সেই সমস্যা মিটে যাবে বলেই মনে করছেন প্রাক্তন এই ভারকতীয় ক্রিকেটার। প্রথম ম্য়াচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে একটিই উইকেট তুলতে পেরেছিলেনম অর্শদীপ সিং।

প্রথম ম্যাচে অর্শদীপ সিং মাত্র একটি উইকেট তুলতে পেরেছিলেন

জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণারা দুরন্ত পারফরম্যান্স দেখালেও সেখানে তৃতীয় পেসার হিসাবে একেবারেই অর্শদীপ সিং নিজের পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি। সেখানে তাঁর শেষ ওভারেব ২২ রান দেওয়াটা ভারতীয় দলের জন্য  বড়সড় সমস্যা করতে পারত। যদিও শেষপর্যন্ত তা হয়নি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে এই ম্যাচে ৩৫ রানে মাত্র এক উইকেট তুলতে পেরেছিলেন অর্শদীপ সিং। এই মুহূর্তে অর্শদীপ সিংকে নিয়ে এখন থেকেিই শুরু হয়েছে নানান সমালোচনা। এবারের আইপিএলেও  অর্শদীপ সিং ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি।

আকাশ চোপড়া জানিয়েছেন, “অর্শদীপ সিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল  তাঁর কেরিয়ারের বহুবার চড়াই উতরাই দেখা গিয়েছে। দূর্ভাগ্যবশত এবারের আইপিএলেও ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। এমনকী তারপরও সেই পারফরম্যান্স দেখাতে পারেননি তিনি। নিজের ছন্দ খোঁজার জন্য ক্রমশই চেষ্টা করে চলেছেন অর্শদীপ সিং। সেইসঙ্গে তিনি বহু ওয়াইড বোলিং করে চলেছেন এবং পিচে একেবারেই সঠিক জায়গাতে বল ফেলতে পারছেন না”।

অর্শদীপ সিংকে নিয়ে যে ক্রমশই চিন্তা বাড়ছে তা বলার অপেক্ষা রাখে না।  রবিবার দ্বিতীয় টি টোয়েন্টিতে নামছে ভারতীয় দল। সেখানেও যে  টিম ম্যানেজমেন্ট অর্শদীপ সিংয়ের ওপর ভরসা রাখতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। সেখানেই অর্শদীপ সিং নিজের ভুল শুধরে ফের পিরনো ছন্দে বোলিং করতে পারবেন বলেই মনে করছেন ভারতীয় দলের এই প্রাক্তন  ক্রিকেটার।