“বলের গতিটা যেন ঠিক থাকে” – চাহালকে পরামর্শ দিয়ে হরভজন জানালেন তিনি এখনো আশা রাখেন চাহাল বিশ্বকাপের দলে থাকবেন

চাহালের বাদ যাওয়া নিয়ে একেবারেই খুশি নন প্রাক্তন অফ স্পিনার

Yuzvendra Chahal and Harbhajan Singh
Yuzvendra Chahal and Harbhajan Singh. (Photo Source: IPL/BCCI and Getty Images)

প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিং এখনো যুজবেন্দ্র চাহালকে আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতের হয়ে খেলতে দেখতে পাবেন এমনই আশা রাখেন। চাহালের একটি টুইটের প্রত্যুত্তরে এই বর্ষীয়ান স্পিনার তাঁর ভাবনা ব্যক্ত করেছেন। মঙ্গলবার আরসিবি স্পিনার যুজবেন্দ্র চাহাল তাঁর টুইটার অ্যাকাউন্টে লেখেন আইপিএলে আরসিবির হয়ে তিনি নিজের ১০০ শতাংশ উজাড় করে দিতে প্রস্তুত। তিনি লেখেন, “আইপিএলের অবশিষ্ট ম্যাচগুলোর জন্য আমি তৈরী। নিজের ১০০ শতাংশ দিতে প্রস্তুত।”

চাহালের সেই টুইটের সূত্র ধরেই হরভজন টুইটারে চাহালকে অনুরোধ করেন তিনি যেন সঠিক পেসে বোলিং করেন এবং সব সময় যেন নিজের সেরাটা দেন। তিনি টুইট করেন, “তুমি সব সময় তোমার সেরাটা দিয়ে এসেছ। এরকমই চালিয়ে যাও। আর চেষ্টা কর বলের গতিটা যেন ঠিক থাকে। গতি যেন খুব ধীর না হয়। এখনো আশা রাখি তুমি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলে জায়গা করে নেবে। চ্যাম্পিয়ন বোলার।”

গত মাসে যখন টি-২০ বিশ্বকাপের জন্য দল ঘোষনা হয় সেখানে চাহালের নাম না থাকায় অনেকেই ক্ষুব্ধ ও হতাশ হন। হরভজনের মতো বড় স্পিনারও তাঁর হতাশা লুকিয়ে রাখেননি।

নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মাকে যখন জিজ্ঞাসা করা হয় কেন চাহালের আগে রাহুল চাহার সুযোগ পেলেন তখন তিনি বলেন চাহারের বলের গতি চাহালের চেয়ে বেশি হওয়ার কারণেই ওই সিদ্ধান্ত। চেতনের সেই কথার সূত্রেই যে আজকে হরভজনের এই পরামর্শ সেটা সহজেই আন্দাজ করা যায়। 

দল ঘোষণার পর চেতন শর্মা সাংবাদিকদের বলেছিলেন, “যুজবেন্দ্র চাহালের নাম আলোচনায় উঠে এসেছিল। কিন্তু ওর আগে আমরা রাহুল চাহারকে বেছেছি কারণ আমাদের মনে হয়েছিল দলে এমন কাউকে দরকার যার বলে গতি আছে এবং যার বল পিচে পড়ে গতিতে ব্যাটারের কাছে আসবে। আর চাহারের বল পিচে পড়ে ভালো গ্রিপও করে।” 

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএলের দ্বিতীয় ভাগ শুরু হওয়ার পর চাহাল অনবদ্য ফর্মে আছেন। ৫ ম্যাচে নিয়েছেন ১০টি উইকেট। তিনি চাইবেন এই ফর্ম ধরে রাখতে। প্রথম বারের জন্য আরসিবিকে ট্রফি জিততে হলে চাহালকে এই ফর্ম প্লে-অফেও টিকিয়ে রাখতে হবে।