একদিনের সিরিজের ব্যর্থতা ভুলে আইপিএলেই সূর্যকুমার যাদবকে ফোকাসের বার্তা সুনীল গাভাসকরের

Suryakumar Yadav
Suryakumar Yadav. (Photo Source: Twitter)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর তিনটি একদিনের ম্যাচেই চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন সূর্যকুমার যাদব। তিনটি ম্যাচেই মাত্র একটি করে বল খেলতে পেরেছিলেন এই তারকা ক্রিকেটার। প্রতিটি ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন সূর্যকুমার যাদব। এই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার একদিনের ফর্ম্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পরপর তিনটি ম্যাচেই শূন্য রান করেছেন। সেই থেকেই যে তাঁকে নিয়ে সমালোচনা শুরু হবে তা বলার অপেক্ষা রাখে না। এমন পরিস্থিতিতেই সূর্যকুমার যাদবকে বিশেষ পরকামর্শ প্রাক্তন তারকা সুনীল গাভাসকরের।

একদিনের ক্রিকেটের পারফরম্যান্স ভুলে এবার আইপিএলের দিকেই সূর্যকুমার যাদবকে ফোকাস করার বার্তা দিচ্ছেন প্রাক্তন কিবদন্তী সুনীল গাভাসকর। তাঁর মতে সামনেই রয়েছে আইপিএল। এমন পারফর্মযান্স যে সূর্যকুমারের আত্মবিশ্বাস অনেকটাই ভেঙে দিতে পারে তা মানতে কোনও দ্বিধা নেই পি্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটারের। সেজন্যই আইপিএলের মঞ্চে এবার সূর্যকুমারকে ফোকা  করার পরামর্স দিচ্ছেন সুনীল গাভাসকর। আগামী ৩১ মার্চ থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। সেখানেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে প্রথম ম্যাচে নামবেন সূর্যকুমার যাদব।

আইসিসির টি টোয়েন্টি তালিকায় শীর্ষস্থানে রয়েছেন সূর্যকুমার যাদব

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট থেকে একদিনের ফর্ম্যাটে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন এই তারকা ক্রিকেটার। বিশেষ করে একদিনের সিরিজে চূড়ান্ত নাকাল হয়েছেন এই তারকা ক্রিকেটার। প্রতি ম্যাচেই শূন্য রানে সাজঘরে ফিরতে হয়েছে। এমন পারফরম্যান্স যে ভারতীয় দলের অন্দরেও চিন্তা বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। যদিও এই মুহূর্তে সূর্যকুমার যাদবের পাশেই দাঁড়াচ্ছেন প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর। আত্মবিশ্বাস ফেরানোর জন্য আইপিএলের মঞ্চে ফোকাস করার বার্তা দিচ্ছেন তিনি।

এই প্রসঙ্গে সুনীল গাভাসকর জানিয়েছেন, “তাঁর শুধু এখন একটাই জিনিস এখন মাথায় রাখতে হবে এই এমন পরিস্থিতি সেরা ক্রিকেটারেরও আসতে পারে। এমনকী অততে সেরা ক্রিকেটারের সঙ্গেও এমনটা হয়েছে। আমার মনে হয় এই মুহূর্তে তাঁর আইপিএলে ফোকাস করা উচিত্। এই তিনটে ম্যাচ ভুলে যাও এবং আইপিএলেই প্রধান ফোকাস রাখ। একবার যদি তিনি আইপিএলের মঞ্চে রান পেয়ে যান, তবেই একদিনের ক্রিকেটেও ফের তাঁরপ আত্মবিশ্বাস ফিরে পাবেন সূর্যকুমার যাদব”।

সূর্যকুমার যাদবের এমন পারফম্যান্সের পর তাঁর পাশেই দাঁড়িয়েছে টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় ম্যাচের পরই সূর্যকুমারের ওপর ভরসা রাখার বার্তা শোনা গিয়েছিল রাহুল দ্রাবিড়ের মুখে। সূর্যকুমার যাদবকে যে তারা আরও বেশী সময় দিতে চায় তাও বলার অপেক্ষা রাখে না। একই সুর শোনা গিয়েছে রোহিত শর্মার মুখেও। আইপিএলে সূ্র্যকুমার যাদবকে ফের তাংর পুরনো ফর্মে দেখা যায় কিনা সেটাই এখন দেখার।