নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ঈশান কিষাণের পারফরম্যান্স দেখে হতবাক গৌতম গম্ভীর
আপডেট করা - Jan 30, 2023 7:54 pm

বাংলাদেশের বিরুদ্ধে একদিনের সিরিজেই সকলকে চমকে দিয়েছিলেন ঈশান কিষাণ।একদিনেরক ক্রিকেটে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন তিনি। আর তাতেই আপ্লুত হয়েছিলেন সকলে। সেই থেকেই যে এই তরুণ ক্রিকেটারকে ঘিরে বাড়তে শুরু করে ছিল প্রত্যাশা তা বলার অপেক্ষা রাখে না। কিন্তু শ্রীলঙ্কা এবং নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে আশাহতই হয়েছে সকলে। ঈশান কতিষাণের এমন পাররম্যান্স দেখে হতবাক হয়েছেন গৌতম গম্ভীরও। তাঁর মতে ঈশানের দ্বিশতরান দেখার পর থেকে সকলেরই প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছে।
বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে সুযোগ পেয়েছিলেন ঈশান কিষাণ। সেখানেই নিজের পাররম্যান্স দেখিয়ে সকলকে হতবাক করে দিয়েছিলেন এই তরুণ ক্রিকেটার। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসাবে তিনিই একদিনের ক্রিকেটে দ্বিশতরান করার রেকর্ড গড়েছিলেন। এরপর থেকেই ঈশান কিষাণকে গিরে সকলের প্রত্যাশা বাড়তে সুরু করেছিল। কিন্তু ভারতীয় দলের হয়ে সেভাবে কিন্তু নিদের পারফর্মযান্স প্রদর্শন করতে পারেননি তিনি। বরং নতুন বছরে বারবারই ব্যর্থ হতে দেখা গিয়েছে এই তরুণ ক্রিকেটারকে।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দুটো ম্যাচেই বড় রান করতে ব্যর্থ হয়েছেন ঈশান কিষাণ
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে পরপর দুটো টি টোয়েন্টি ম্যাচ খেলা হয়ে গেলেও েখনও প্রযন্ত ঈশান িকষাণের ব্যাটে বড় রান নেই। দ্বিতীয় ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে কম রনেপর জবাবে ব্যাট করতে নেমেও, ঈশান কিষাণ কিন্তু বিরাট পারফরম্যান্স দেখাতে পারেননি। সেই পারফর্মযান্স নিয়েই মুখ খুলেছেন এবার গৌতম গম্ভীর। তাঁর মতে ব্যাট রোটেট না করার বুলই নাকি বারবার করছিলেন ঈশান কিষাণ। এমন পিচে ব্যাট রোটেট করাই নাকি প্রধান চাপিকাঠি।
এই প্রসঙ্গে গৌতম গম্ভীর জানিয়েছেন, বাংলাদেশের বিরুদ্ধে অসাধারণ একটা দ্বিশতরানের পর ঈশান কিষাণের এমন ব্যাটিং সকলকেই বেষ চমকে দিচ্ছে। তার পর থেকে রান করতে যথেষ্ট বেগ পাচ্ছেন ঈশান কিষাণ। সকলেই আশা করেছিল যে সেই পারফরম্যান্সের পর ঈশান কিষাণের রানের দ্রাফ ক্রমনশই ওপরের দিকে উঠবে। আমার মনে হয় এই তরুণ ক্রিকেটারদের ব্যাট রোটেট করার পদ্ধতির দিকেই বিশেষ নজর দিতে হবে। বিশেষ করে এই ধরণের পিচে তেমনভাবেই খেলতে হয়।
একইসঙ্গে ভারতীয় ক্রিকেটারদের স্পিন আক্রমণের বিরুদ্ধে খেলার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছেন গৌতম গম্ভীর। যেভাবে মিচেল ব্রেসওয়েলের বিরুদ্ধে ঈশান কিষাণ ব্যর্থ হয়েছেন তা দেখেই হতবাক হয়েছেন ভারতীয় দলের এই প্রাক্তন তারকা ক্রিকেটার।