ভারত-নিউজিল্যান্ড টেস্ট: কনওয়ের বদলি হিসাবে দলে এলেন মিচেল

(Conway/Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)
(Conway/Photo by Gareth Copley-ICC/ICC via Getty Images)

আসন্ন ভারত-নিউজিল্যান্ড টেস্টের আগে তারকা ক্রিকেটারকে পাচ্ছে না নিউজিল্যান্ড। টি-২০ বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন হাত ভেঙে যায় ডেভন কনওয়ের। আর তারপরই টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে যানি এই ক্রিকেটার। তবে শুধু টি-২০ বিশ্বকাপ থেকেই নয় ভারতের বিরুদ্ধে তিনটি টি-২০ ম্যাচ এবং টেস্ট ম্যাচ থেকেও ছিটকে গেলেন ডেভন কনওয়ে। তাঁর জায়গায় বদলি হিসেবে দলে এসেছে ব্যাটিং অলরাউন্ডার ডারিল মিচেল।

৩০ বছর বয়সী মিচেল দুর্দান্ত ফর্মে রয়েছেন এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিলেন। তিনি টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৯৭ রান করেছেন। তাঁর রানের গড় ৪০-এর কাছাকাছি। ২০১৯ সালের শেষের দিকে টেস্ট অভিষেক হয়েছিল মিচেলের। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের পরেই নিউজিল্যান্ড ভারতের উদ্দেশ্যে যাত্রা করবে এবং ১৭ নভেম্বর জয়পুরে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে। ২৫ নভেম্বর থেকে কানপুরে দুটি টেস্ট ম্যাচের সিরিজ শুরু হবে।

অন্যদিকে, পুরো টুর্নামেন্টে দারুণ ক্রিকেট খেলেও সেমিফাইনালে ম্যাচের শেষ পাঁচ ওভার খারাপ খেলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে বিদায় নিল পাকিস্তান। তবে দল হারলেও টি-২০ বিশ্বকাপের যে কোনও ফাইনালে র নিরিখে নয়া নজির গড়লেন পাকিস্তানের ক্রিকেটার শাদাব খান। ৪ ওভার বল করে ২৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন শাদাব খান।

টি-টোয়েন্টি আন্তর্জাতিক টুর্নামেন্টের সেমিফাইনালের বিচারে, সব বোলারদের মধ্যে সেরা বোলিং পারফরম্যান্স করেন শাদাব। এর আগে ২০০৭ সালে উমর গুল নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান দিয়ে ৩ উইকেট নিয়েছিলেন। তাঁর পারফরম্যান্সকেও এ দিন ছাপিয়ে গিয়েছেন শাদাব খান। তাও হেরে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল পাকিস্তানকে।