টি টোয়েন্টির মঞ্চে বিধ্বংসী সেঞ্চুরী শুভমন গিলের, সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার ঢল

Shubman Gill
Shubman Gill. ( Image Source: hotstar )

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টি চলার সময়েই তাঁর পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছিল নানান কাটাছে়ড়ে। অনেকর মুখেই শুভমন গিলের টি টোয়েন্টি খেলা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। বুধবার সেই জবাবটাই ব্যাট দিয়ে সকলকে দিয়ে দিলেন তিনি। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচেও ঈশান কিষাণের সঙ্গে তাঁর ওপরই ভরসা রেখেছিল ভারতীয় টিম ম্যানেজমেন্ট। আর সেখানেই সকলে দেখলেন শুভমন ঝড়। কিউই বোলারদের একাই বিধ্বস্ত করে দিলেন শুভমন গিল।

শুধুমাত্র একদিনের ক্রিকেটে নয়, শুভমন গিল যে টি টোয়েন্টি ক্রিকেটেও স্বমহিমায় রয়েছেন  সেটাই বুঝিয়ে দিলেন তিনি। দেশের হয়ে শেষ পাঁচটি টি টোয়েন্টিতে একটিও অর্ধশতরান ছিল না শুভমন গিলের ব্যাটে। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে সেই খরা তো ঘোচালেনই, সেইসঙ্গে টি টোয়েন্টি কেরিয়ারে  প্রথম  সেঞ্চুরীও করে ফেললেন তিনি। খুব কম ভারতীয় ক্রিকেটারেরই দেশের হয়ে টি টোয়েন্টিতে সেঞ্চুরী রয়েছে। সেই এলিট তালিকাতেই এবার নতুন নাম শুভমন গিলের। মাত্র ৫৪ বলেই সেঞ্চুরী ইনিংস খেললেন তিনি।

৬৩ রানের ১২৬ রানের অপরাজিত ইনিংস শুভমন গিলের

শুভমন গিলের এমন পারফরম্যান্স দেখার পর থেকেই আপ্লুত সকলে। নতুন বছরে শুভমন গিলের রানের ধারা এগিয়েই চলেছে। সেইসঙ্গে একাধিক রেকর্ডও ভেঙে চলেছেন তিনি। এদিনই ভারতীয় ক্রিকেটার হিসাবে টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ডও গড়লেন তিনি।  আফগানিস্তানের বিরুদ্ধে ১২২ রান করে এতদিন সর্বোচ্চ রানের মালিক ছিলেন বিরাট কোহলি। এদিন নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৬ রানের ইনিংস খেলে সেই রেকর্ডও ভেঙে দিলেন শুভমন গিল। তাঁর হাত ধরেই রানের পাহাড়ে ভারতীয় দল। ৬৩ বলে ১২৬ রানের দুর্ধর্ষ ইনিংস খেললেন শুভমন গিল। আর সোশ্যালক মিডিয়া জুড়ে শুধুই তাঁকে নিয়ে হৈচৈ।

এদিন ব্যাট করতে নেমে ক্রিজে সেট হতে যতক্ষণ সময় নিয়েছিলেন তিনি। এরপরই মাঠে আরম্ভ হয়েছিল শুভমন গিলের ঝড়।  অর্ধশতরান কররার পর থেকেই যেন আরও বেশী  ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন তিনি। তাঁর ব্যাট থেকে এদিন শুধুই ছিল চার এও ছয়ের বন্যা। আর নরকেন্দ্র মোদী স্টেডিয়ামে উঠেছিল উল্লাস। এদিন গোটা স্টেডিয়াম যে শুভমন গিল ময় ছিল তা বলার অপেক্ষা রাখে না। এদিন তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ১২টি বাউন্ডারি ও ৭টি ওভার বাউন্ডারি।

গতবছরের অগস্টে আন্তর্জাতিক কেরিয়ারে প্রথম সেঞ্চুরী পেয়েছিলেন তিনি। মাঝে কয়েকটা মাস, সেখানেই সব ফর্ম্যাট মিলিয়ে শুভমন গিলের ঝুলিতে এখন ৬টি সেঞ্চুরী। শুভম গিলকে নিয়ে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন প্রাক্তন থেকে বিশেষজ্ঞরাও।